বিজয়ের মাসে সময়ের দাবী !

সুপায়ন বড়ুয়া ১৬ ডিসেম্বর ২০১৯, সোমবার, ১০:১৭:১৫পূর্বাহ্ন কবিতা ২৭ মন্তব্য

 

বিজয়ের মাসে ডাক দিয়ে যাই
শুধিতে রক্ত ঋণ।
লাখো শহীদের এই বাংলায়
রাঙাতে সোনালী দিন।

মায়ের আঁচলে বুক পেতে দিয়ে
জীবন দিয়েছে সপে।
ছেলে হারা মা ফিরে পেতে চায়
তার নাম শুধু জপে।

ষোড়ষী যুবতি পাড়ার মেয়েটি
লাটি দিল বন্ধুর হাতে।
বলেছিল, ফিরে এসো তুমি
যুদ্ধজয়ী ঈদের রাতে।

গ্রামের রাজাকার তুলে নিয়ে দিল
পাকসেনাদের হাতে
বিবর্ণ দেহে সেই মেয়েটি
আগুন দিল রাতে।

ও পাড়ার কৃষক যুদ্ধে গেল
জীবন বাজী রেখে।
শত্রু-মুক্ত দেশটা হবে
নিয়ত স্বপ্ন দেখে।

পড়শী আমার মজদুর ভাই
আকাশে হাতটি তুলে
দেশটি মোরা করবো স্বাধীন
হারাতে দেবনা ভুলে।

পাড়ার কৃষক, শ্রমিক , মজদুর
যুদ্ধে গেল দল বেঁধে।
লাখো শহীদের বীরের তালিকায়
মা, আজো খুঁজে কাঁদে।

বিধবা বোনটি আজো খুঁজে ফিরে
যায়না ক্ষণিক ভুলে।
শাড়ীর আঁচল বিছিয়ে রেখেছে
রাখবে মাথায় তুলে।

কৃষক কাকার ছেলেটি আজও
জমিতে নাঙল দেয়।
পোষ্য তাদের পায়না সুযোগ
রাজাকার কেড়ে নেয়।

রাষ্ট্র নামক যন্ত্রটি তাদের
পারেনি দায়িত্ব নিতে।
পোষ্যরা আজ বড় অসহায়
হেরে যায় কোটার দাবিতে।

রাজাকার আজ করে আস্ফালন
নিজেদের শহীদ দাবী।
কেউটে সাপেরা ধ্বংস হোক
আজ সময়ের দাবী।

দেশটা হবে বৈষম্যহীন
রক্তে রাখি বাজি
সোনার বাংলা গড়তে মোরা
শহীদ হতেও রাজি।

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ