বারান্দা থেকে-৩

শুন্য শুন্যালয় ১৬ জুলাই ২০১৬, শনিবার, ০১:১৫:৫৩অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৭ মন্তব্য

20160524_070958 []
দু'হাত গলে গলে মেহেদী ভেজা রঙের মতো গড়িয়ে পড়ছে ভোরের আলো। এক পা চেয়ারে তুলে আরেক চেয়ারে মাথা এলিয়ে আলোস্নানের এ লোভ আমাকে কাবু করে ফেললো। বেহুদা সূর্য্যের উন্মাতাল প্রেম নয়, পুড়িয়ে দেবেনা মেটে শরীর। আলো আমাকে রাতের মঞ্চের মতো এ পাশ ওপাশ করে ঘুরে ফিরছে, সার্কাসের চর্চিত শিল্পী যেন। বিড়বিড় করে বললাম, আমার বারান্দায় আমিই সেরা শিল্পী, নয়তো অভিনেত্রী।
তীব্র রঙগুলো ভাসিয়ে নিচ্ছে আধো ঘুমে মোবাইল টেপা পৃথিবী।
চিকচিকে অহংকারে এক মুঠো আলো হাতে চোখাচোখি হলো, দূরের অইইইইইইইইইই বারান্দায়। আমার এক কানা আলো লজ্জায় মুখ লুকায় আলোর সমুদ্রে ডুবে থাকা সেই বারান্দা দেখে...
চকিতে টানটান বুকে খচখচে কথা নিঃশ্বাস ছাড়ে, "আহারে"
নিঃস্ব অই বারান্দায় আলো দেখবার জন্য কোথাও কেউ নেই,
এক আলোহীন বাদলা দিনের হাঁ করা দুপুরের অপেক্ষায় যেন ঘুম ভেঙ্গেই থেমে থাকা------

0 Shares

৩৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ