বাবুই সুখ

ছাইরাছ হেলাল ২০ নভেম্বর ২০১৫, শুক্রবার, ০৬:৫৬:৪৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪৬ মন্তব্য

সুস্থির সুখবাবুই বাসা বেধেছে গহীনের সরোবরে,
চোখের চারপাশে ঢের নদী ছিল কল কল ছল ছলে,
হৃদশার্শিতে ধীর লয়ে বাজছে জলতরঙ্গ বাতাবীলেবুর গন্ধ মেখে,
ভোরের নদীর চিকচিকে জলে ভেসে যাওয়া সুখ
এসবের এখানেও জহর যন্ত্রণার আহামরি হাতছানি ক্ষণে ক্ষণে,
সুখের অসুখে অসুখের সুখ।
নিঃশ্বাসরোধী শ্বাস আছে নাকি হাঁস-ফাঁসে? পুনর্জন্ম আছে নাকি?
নাকি পুনর্জন্মে যাব? কোন এক বিহানের রাতে? সুরাহা হয়নি।

সুদূর অতীত ও অনিশ্চিত মায়াময় আগামীর ভিড়ে অনাবিল বর্তমান;
আমলকীর সবুজ সুঘ্রাণে সোনালি বিকেল, ঝর্নাধ্বনির কাচদিঘি, স্বর্ণকমল;
তবুও দীর্ঘতর রাত একা জেগে থাকে একাকী, আকাশচোখে।
আমার স্বদেশী মনে রঙিনের আয়নায় ছায়া ফেলে
কোন সে মুখ দিনান্তের কাশবনে!!
তবু ভেসে যাই স্রোতস্বিনী স্রোতবতী যামিনীর স্রোত সময়
বসন্ত রাগে আয়েশি ঘুমচোখের আঙ্গিনায়।
অনেকক্ষণের একাকীত্বে দাঁড়িয়ে আবার ও আকাশ দেখি এক আকাশ নীরব নীরবতায়,
হে আমার পরম পিতা,
শেষ আশ্রয় দাও নিদাঘ রজনীর ।

0 Shares

৪৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ