বসন্তের দূত

সুপর্ণা ফাল্গুনী ১৪ মার্চ ২০২১, রবিবার, ১২:০০:৩৩পূর্বাহ্ন কবিতা ২৮ মন্তব্য

 

রুক্ষ, রুঢ় দন্ত-হাসির ডাইনি বুড়ির বিদায়ে-আম্রমুকুলে বসন্তের পাগল করা সুবাস লেগেছে;
বসন্ত-বাতাসে বৃক্ষরাজির মাতাল নাচনে হৃদয়ে কাঁপন ধরেছে।
বাহারী ফুলের রঙে প্রকৃতির আবক্ষে রামধনু ডানা মেলেছে;প্রজাপতির ডানায় রঙের আসর বসেছে।
চারিদিকে বসন্তের মৌ মৌ গন্ধে মাতাল সমীরণ;
সরু মেঠোপথ বাঁধা পড়েছে হিজল গাছের তলদেশে।
বুনো ঘাসের ডগায় শিশিরের
প্রকৃতি বার্তা নিয়ে এসেছে বসন্তের আগমনের।
একি মুগ্ধতা , আবেশ মনে জন্ম দিয়েছে অনাকাঙ্খিত আকাঙ্খার বীজ!
কিসের বারতা মনের চৌকাঠে বারবার প্রতিধ্বনিত হচ্ছে?

তিন-প্রহরের যামিনীতে নিস্তব্ধ আঁধার নেমে আসে উপত্যকা বলয়ে;
মুক্তির উন্মাদনায় চর্ম-আবৃত গভীর খাদে টগবগ করছে লাল-নীল-হলুদ ঘোড় সওয়ারী।
সুশীল নাগরিকের ঠোঁটের কোণে কর্পোরেট অহংকার ছুঁয়ে যায়;
শরীরের দামী পারফিউম পাহারাদার সেজে নর্দমার বিদঘুটে সুবাস আটকে দেয়-
চোখের কার্নিশে সোনার পাহাড় ঝুলিয়ে রাখে অতি লোভে তাঁতি নষ্ট করে।
বসন্তের দূত বেনামে পোষ্য থাকে শহরের একমাত্র বার্তা-বাহকের নিলয়ে।

ছবি-গুগল

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ