বসন্তের ছায়া-পথে

ছাইরাছ হেলাল ২৬ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার, ০৯:৫৪:৩৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

নিভৃত মিলেছে দূর-পথের দূরত্বে,
দূরত্ব চোখ ছুঁয়ে যায়নি,
দূরেই মিলিয়েছে দূরের হাতছানি;

এ যেন
অন্তবিহীন পালিয়ে পালানো-খেলা,
গাছগাছালির ভিড়ে ফাগুনের বসন্ত-মেলা;
আজব ছুতোয় স্বপ্ন-স্বপ্ন স্বপ্ন-মেলা।

জাফরান বাতাসের শুভ্র হাসিতে
পুতুল খেলার ব্যস্ত দিনে,
ছায়া-পথের নিভৃত-রাতে অপলক চোখে
আড়াল-নিস্পৃহতায় মরণ খেলার মত্ত নেশা।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ