বন্ধুতা

আনন্দধারা বহিছে ভুবনে ২ আগস্ট ২০১৫, রবিবার, ০৩:২৫:৫২অপরাহ্ন সমসাময়িক ৪১ মন্তব্য

happy-friendship-day-messages
ফ্রেন্ড ডে নয় ফ্রেন্ডশিপ ডে। বন্ধু দিবস নয় বন্ধুতা দিবস।
কিন্তু ফেইসবুকের পাতায় পাতায় আজ সবাই বন্ধু দিবসের শুভেচ্ছা দিচ্ছে। বিদেশী দিবস যখন পালনই করবো আমরা তখন শুদ্ধ ভাবেই পালন করি।

এই দিবসটি  আমাদের দেশে কে এনেছেন? গোলাপ ফুল খ্যাত যায়যায় দিন এর শফিক রেহমান।আসুন আমরা এই দিবসটি সম্পর্কে জানি।

বন্ধুতা দিবসের ইতিহাসঃ
প্রতি বছর আগস্ট মাসের প্রথম রোববার সারা বিশ্বজুড়ে পালন করা হয় আন্তর্জাতিক বন্ধুতা দিবস। ১৯৩৫ সাল থেকেই বন্ধুতা দিবস পালনের প্রথা চলে আসছে আমেরিকাতে। জানা যায় ১৯৩৫ সালে আমেরিকার সরকার এক ব্যক্তিকে হত্যা করে। দিনটি ছিল আগস্টের প্রথম শনিবার। তার প্রতিবাদে পরের দিন ওই ব্যক্তির এক বন্ধু আত্মহত্যা করেন। বিষয়টি সে সময় দারুন আলোড়ন তোলে। এরপরই জীবনের নানা ক্ষেত্রে বন্ধুদের অবদান আর তাদের প্রতি সম্মান জানানোর লক্ষেই আমেরিকান কংগ্রেস ১৯৩৫ সালে রীতিমতো আইন প্রণয়ন করে আগস্ট মাসের প্রথম রোববারকে বিশ্ব বন্ধুতা দিবস ঘোষণা করে। সেই সুত্রে আগস্ট মাসের প্রথম রোববার এখন বন্ধুতা দিবস হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে দুনিয়া জুড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের অনুকরনে বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব বন্ধুতা দিবস।
তবে বন্ধুর জন্য বন্ধুর এমন আত্মহুতি আর কি দেখা যাবে এ জগতে?

-{@
শুধু এই দিবসের ইতিহাস জানানোর জন্যই এই লেখা।হয়ত আপনারা সবাই জানেন।আমি একা জানতাম না। নেটে ঘেটে ইতিহাস জেনে নিলাম। ব্যাপারনা, আমি আমার প্রানের বন্ধুকে উদ্দেশ্য করে এই গান গাচ্ছি। অথবা এমনও হতে পারে প্রানের বন্ধু আমাকে শুনাচ্ছে গানটি।

বন্ধু তোমার তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে
বন্ধু তোমার কপাল জুড়ে চিন্তা লোকের ছায়া
বন্ধু তোমার নাকের ভাঁজে চিন্তা নামের কায়া
বন্ধু আমার মন ভাল নেই, তোমার কি মন ভাল
বন্ধু তুমি একটু হেসো, একটু কথা বলো

বন্ধু আমার বন্ধু তুমি, বন্ধু মোরা ক’জন
তবুও বন্ধু, মন হলো না আপন

বন্ধু আমার বুকের মাঝে বিসর্জনের ব্যাথা
বন্ধু তুমি অমন করে যেয়ো না আর একা

বন্ধু এসো স্বপ্ন আঁকি চারটা দেয়াল জুড়ে
বন্ধু এসো আকাশ দেখি পুরোটা চোখ খুলে
বন্ধু এসো জলে ভাসি দুখ ভাসানো সুখ

বন্ধু তোমার বন্ধু আমি, বন্ধু মোরা ক’জন
তবুও বন্ধু, ভাসি নাকো আঁকি নাকো স্বপন।

সোনেলার সমস্ত চেনা অচেনা বন্ধুর জন্য এই পোষ্ট উতসর্গ করা হলো -{@
লাউ ইউ বন্ধুরা  (3
বন্ধুতা বেঁচে থাক সবার মাঝে।

-{@  বন্ধুতা দিবসে কবির সুমনের কণ্ঠে আর একটি গান...... চাইছি তোমার বন্ধুতা

0 Shares

৪১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ