আমাদের এই সোনেলা ব্লগে একজন বিদেশিনীকে শিখিকা হিসেবে দেখে অবাক হয়েছি খুব।
নামঃ Claudisa Da Costa Jasni , ক্লিক করে আমাদের এই লেখিকার ফেইসবুক প্রফাইল দেখতে পারেন। আজ ফেইসবুকে সার্চ দিয়ে এনাকে পেলাম। সোনেলায় তার কোনো লেখা খুঁজে পেলাম না।
উনি তাহলে কে?
কিভাবে উনি আমাদের সোনেলা ব্লগকে খুঁজে পেলেন?
উনি কি বাংলা পড়তে পারেন? লিখতে পারেন?
ওনার প্রফাইলে যেভাবে ইংরেজী লেখা তা কোন দেশের ইংরেজী?
উনি করেনটা কি সোনেলা ব্লগে?
ব্লগের ডেভলপার উনি?
মডারেটর?
সময় যত যাচ্ছে প্রশ্নের পর প্রশ্ন এসে জমা হচ্ছে মাথায়? মাথার চুল চিন্তায় সজারু কাটার মত দাঁড়িয়ে যাবার উপক্রম করতেই একটি হ্যাট মাথায় দিয়ে চাপ দিয়ে রেখেছি চুলে। একটি চুলকেও মাথা থেকে পড়ে যেতে দেয়া যাবে না। একটি আইডির ব্যবচ্ছেদ করতে গিয়ে আমার মাথার চুল সব পড়ে গেলে আমাকে বিয়ে করতে চাইবে কেউ? বিয়ে বড় না সোনেলা বড়?

আপুটার সুন্দর একটি পরিবার আছে। ছোট্ট দুটো কিউট সন্তান আছে। যা আপনারাও ওনার প্রফাইলে গেলেই দেখতে পাবেন।

কথা সেটা না, কথা হচ্ছে এই আপুটার নাম লক্ষ্য করুণ। জেসনি। জিসান জেসনি। কত সুন্দর ম্যাচিং হয়েছে না? 😛
জিসান ভাইয়ার এই লেখা ( আমি আমি না, আমি সে ও না ) পড়ে জানতে পারি যে তিনি একই সাথে থাইল্যান্ড ও বাংলাদেশে থাকেন। জিসান ভাইয়া আপনি আপনি না, আপনি সে ও না তাতো বুঝলাম, কিন্তু এই আপুটা সোনেলা ব্লগের রাইটার কেন? এবং নামের এত সুন্দর ম্যাচিং কিভাবে হলো তা কি বলবেন একটু? আপনি কি বর্তমানে এংগোলাতেও থাকেন চেহারা পরিবর্তন করে? আপনি কি একটি পোষ্ট দিয়ে ঝাতির সামনে উত্থাপিত এসব জটিল প্রশ্নের জবাব দিবেন না? ঝাতি জানতে চায় সব কিছু।

 

0 Shares

৩৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ