কবিতার রাজ্যে তুমি ছন্দ
তুমি অর্থবহ ভাষা
গানের মাঝে সুর তুমি
আবেগের ছোয়া।

তুমি গল্পে অনবদ্য হীরনবালা
তুমি প্রেমের উপন্যাস
তোমার জন্য রবি ঠাকুর
উপোস বারোমাস।

তোমার প্রেমে কামেল ছাত্র
হয় জঙ্গী হাতে অস্ত্র,
তোমায় না পেয়েই তার আত্বঘাতি হামলা,
কি করবে বলো করে জনগণ মামলা?

ব্রাম্মন সে ছেলেটাও আজ,
বেশ্যালয়ে যায়,
তোমায় না পেয়ে যে সে
পাত্রের সুরা খায়!

জীবহত্যা মহাপাপ
মহাবোদ্বার কথা,
তোমার প্রেমে আজ যে সে,
খায় মাছের মাথা।

জীবে প্রেম জীবে যৌবন
খ্রিস্টান সে বালক
তোমার প্রেমে দিনদুপুরে
একলা সে চলক।

জীবনের প্রেম, কিংবা প্রেমের জীবন
ধর্মজলাঞ্জলী দিয়ে পুজায় পার্বন
মসজিদ মন্দির কিবা গীর্জায়
কিছু বালক আজ তোমার প্রত্যাশায়।

হে মহীয়সী হে সম্মানীত নারী
পুরুষের ধর্ম রাতে বলবে দেবী
দিনে দিবে বেশ্যা উপাধি,
নিজেরেই নিজে করিও রক্ষণ
ফাদে পা দিয়ে ডেকোনা মরণ!!!

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ