প্রিয়জনের জন্মদিনে (প্রহেলিকা )

হৃদয়ের স্পন্দন ১৭ ফেব্রুয়ারি ২০১৫, মঙ্গলবার, ০২:৫৯:১৫পূর্বাহ্ন বিবিধ ৩৪ মন্তব্য

কবি
শুভেচ্ছা নিবেন। ঘুম কাতর চোখে দেখলাম আজ আপনার জন্মদিন।
প্রিয়কবি
ভালোবাসা নিবেন, আপনার জন্মদিন জেনেই ঘুম পালালো চোখ থেকে।

কবি
আপনার জন্মদিনে আপনাকে ঘিরে কবিতা লেখার ইচ্ছে ছিলো। খারাপ ভালো যাই হোক। ব্লক খেয়েছি কিনা জানিনা। আমি রাইটার না। রাইটার রা ব্লক খায় লিখতে পারছিনা।
কবি
লিখতে না পারার কারণ পেয়েছি। গুরুকে নিয়ে কবিতা? সে যে ছন্দের অছন্দ, অন্তমিলের সংঘাতময় অবস্থা।
হে কবি
ভালোবাসা নিবেন , শত কিংবা হাজার বছর বাচুন এমন আশা প্রকাশ কিংবা জন্মদিনের সাধারণ ফর্মালিটিজ পালন করতে পারছিনা

প্রিয় কবি
বেচেঁ থাকুন। যতদিন স্রষ্টা হায়াৎ দান করেছেন। সুখে থাকুন।

কবি
শিষ্য হিসেবে খারাপ নই। তবে জোড় করছিনা বেয়াদব শিশ্যের মত। গুরুর কাছে মিনতি করছি। অন্তত অন্তিমশয্যায় যাবার আগে কিছু শিখিয়ে দিবেন।

প্রিয়কবি
আমরা দরিদ্র সকলেই। কর্মজজ্ঞে আমাদের অবস্থান , তার মাঝেই লেখালেখি। অচিরেই প্রতিষ্টিত হোন। যেনো আপনার মুখে যেমন তাদের জয়গান আমি যেনো গাইতে পারি আপনার জয়গান।

কবি
এখানেই শেষ করছি। ক্ষমা করবেন আমি আপনার জন্মদিনের ছোটো একটা ট্রিট চাচ্ছি। খাদ্য নয় সার্থক চাই। হৃদয় নামে একটা কবিতা লিখে দিন।

কবি
প্রেমহীনা ছলনাগ্রস্থ হৃদয়ের জীবনে অভিশাপ তাড়ানো কোনো এক নারী। প্রয়োজন বোধে নাম ব্যাবহার করবেন রাফিয়া।

প্রিয়কবি
হৃদয়ের সাথে রাফিয়া নাম টা কি খুব আনাড়ি?

কবি
না চাইলে না দিবেন তবে ভালোবাসার ভাগ চাইনা সম্পুর্ন দাবী করি।

প্রিয় কবি
রাফিয়া নাম কল্পনায় বানানো অক্ষর মিলিয়ে নাম। আপনার জানা জরুরী , যদি কিছু দেন

প্রিয় কবি
তবে শেষ করেও শেষ হচ্ছেনা তবু করছি। ভুল হলে ক্ষমা করবেন.

কবি
প্রিয় কবি
শেষ কথা বলার ছিলো
আপনাকে প্রচুর ভালোবাসি
শুভ জন্মদিন বলছি না কিন্তু কবি।
শুধু বলি এই দিন টার সার্থকতা এই যে এ দিনেই জন্ম নিয়েছেন আপনি। এ দিনের সোভাগ্য রাতের অলঙ্কার

0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ