প্রজাপতির কবিতা!

নিবিড় রৌদ্র ১৩ ডিসেম্বর ২০১৫, রবিবার, ১১:৫১:২৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৫ মন্তব্য

প্রজাপতি
- নিবিড় রৌদ্র

প্রজাপতি প্রজাপতি রঙিন পাখা মেলে
যাচ্ছো উড়ে কোথায় এদিক ওদিক দোলে?
সঙ্গে নেবে আমায়? আমিও উড়বো কিছুক্ষন,
নাইবা হলাম উড়তে যেয়ে পাখির মত দক্ষ- বিচক্ষণ
প্রজাপতি প্রজাপতি নাও না আমায় দলে
কোন মায়াতে মাতাল হয়ে এড়িয়ে যাও চলে?

মানুষ মাঝে প্রেম নেই সোনা প্রজাপতি আমার
মানুষ কেবল স্বার্থ বুঝে আর্থ হৃদয় ভাঙ্গার
তুমিও কি মানুষ ভেবে পাচ্ছো আমায় ভয?়
শুনো আমি মানুষ যদিও প্রেমেতে নই নির্দয়,
প্রজাপতি প্রজাপতি এবার সঙ্গ দাও
ও রঙিন প্রজাপতি এদিক ফিরে চাও।

প্রজাপতি প্রজাপতি শুনবে একটা খবর?
আমি একটা জায়গা চিনি অরণ্যে সুন্দর
সেথায় চল মাতাল হব ফুলের ঘ্রাণে ঘ্রাণে
আমি প্রজাপতি হবো- ফুল-পতঙ্গ গানে,
প্রজাপতি প্রজাপতি স্পর্শ দিয়ে যাও
প্রজাপতি প্রজাপতি আমায় সঙ্গে নাও।

প্রজাপতি প্রজাপতি মেঘের খবর জানো?
মেঘের দেশে মধুমাসের গল্প টা'নানো,
প্রজাপতি প্রজাপতি মেঘের দেশে যাবো
মেঘফুলেদের ছবির মত প্রজাপতি হবো
প্রজাপতি প্রজাপতি ছুঁয়ে দাও আমায়
প্রজাপতি উড়ে বেড়ায় রঙিন উপমায়..।

তারিখ- ০২।০৫।১৫ ইং

0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ