নীলপদ্ম এবং নষ্টামির গল্প

সেদিনের সে ঘটনাগুলোর কোনো এক্সকিউজ জানি হবেনা, হবেনা কখনোই !
কেনো না ক্লেদজ ফুলে উড়তে উড়তে নিজেই যে নষ্টামির পরাগ
মাখে সে কী করে বোঝে অশ্রুর পেরেক বুকে কতটা রক্তক্ষরণ ঝরাতে পারে !

অথচ তোমার গোপন সৌন্দর্য চোখের কোনে বয়ে আনে যখন অসহ্য অসুখ
বয়ে আনে বড় অবেলায় আজ, তাঁতে খুব নিয়ম করেই ফুটে উঠে
আমাদের দিনগুলি, ফুটে ওঠে তোমার ব্যাথিত মুখখানি সেই ।
তোমাকে দেয়া প্রতিটি কথাই যখন কী নিয়ম করেই না
ভাঙছিলাম, ভাঙছিলাম স্বচ্ছ কাঁচের মত কেবলই পর্যায়ক্রমে ! অথচ,
জোস্না মেঘের সেই দিনগুলোতেই অত্যন্ত নিঃশব্দে তুমি ফুটেছিলে
হৃদয়ের কোনে, ফুটেছিলে অজান্তেই, ফুটেছিলাম বড়ই বিশুদ্ধ হৃদয়ে তোমার !

সেই তোমাকে তাই তুচ্ছ ভেবে তথাকথিত ঝলমলে ফুলের মেকি বৈভবকে
উন্মাদ ব্যাধিগ্রস্থের মত গোলাপের অধিক সৌন্দর্য মনে করলে কিংবা
হৃদয়ঘটিত ব্যাপার স্যাপারকে অবমূল্যায়িত করলে যে পাপ হয়,
অমার্জনীয় ভুল হয় যে তাঁর এক্সকিউজ আজ কীভাবে চাই নীলপদ্ম ?
কীভাবেইবা এই অবেলায় যাই ভুলে সেদিনের সেইসব দিনগুলোকে
অমলিন ! যখন তোমার সমস্ত সত্তা দিয়ে প্রকাশিত টলোমলো অশ্রু
বিন্দুটিকে আড়াল করে পথরোধ করেছিলে বলে, কলঙ্কের তীব্র
ছুরিকাঘাতে, নির্লজ্জের মত যেভাবে ছিঁড়েফেড়ে রক্তাক্ত করেছি তোমার
ধমনী, শিরা ,উপশিরা, ক্ষতবিক্ষত করেছি হৃদয়, তাঁর কী এক্সকিউজ
কীভাবেইবা চাই আজ ? কিভাবেইবা জানাই এই অসুখময় আক্ষেপকাল আমার !

তবে এইটুকুন আজ আমি নিজেও বুঝতে পারি, বুঝতে পারি নির্দ্বিধায়, মূলত তোমাকে
ফিরিয়ে আমিও ভালো নেই, ভালো নেই খুব একটা ! রক্ত-মাংসের দাহে
ধমনীতে যেভাবে দিনকে-দিন স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে তোমার প্রবাহ, হয়তোবা
তাঁতে বাকি জীবনটুকু অত্যন্ত নিঃশব্দে তুমিময় স্মৃতি বুকে জড়িয়েই কেটে যাবে আমার !

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ