নন্দিনী

পারভীন সুলতানা ৭ আগস্ট ২০১৫, শুক্রবার, ১০:০৯:৪৪অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

নন্দিনী , আমি তোমাকেই ভালোবাসি
তাকে ভালোবাসি বলেই তোমাকেও ভালোবাসি ;
ভালোবাসি সমগ্র চেতনায়, গভীর উষ্ণতায় ।
সোনারূপার তুলিতে ক্যানভাসে ছবি আঁকি,
আঁকি গল্প কথার চর ।
তাকে ভালবাসি গভীর মমতায়
আমার উতল হৃদয়
চিঠি লেখে গল্প বর্ণনায় , ছন্দ কবিতায় ।
তালদিঘি, কাশফুল, মা হাসের জলমিছিল
সব মিলে মিশে সংসারটা ঝিলমিল
নিপুণ এক ভাস্কর্য যার অপূর্ব মুখমণ্ডল;
পরম যত্ন আর নৈপুণ্যে দক্ষতায় অলঙ্করণ।
নন্দিনী,
এও এক সন্ধি, একত্র বসবাস এখন বাসী
মনমন্দিরে তুমি নিয়েছ ঠাই, তাই ফিরে আসি ।
সে আমার ঘটির জল , তোলা আছে ঘরে
প্রতিমা প্রতিষ্ঠিত সমাজ আর সামাজিকতা ঘিরে ।
নন্দিনী ,
তুমি দেহহীন দেহবল্লরী।
তুমি আমার দিঘি আমার আকণ্ঠ সুধা বারি ।
তোমার সান্নিধ্যে হৃদয় এক মন্দির
অবগাহনে করি তোমার প্রতিকৃতি স্থাপন
গ্রহন কর বা না কর
তোমাতে আমি করেছি সমর্পণ ।
০৭/০৮/১৫

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ