নদী আজ ক্রুশবিদ্ধ

ছাইরাছ হেলাল ৮ মার্চ ২০১৯, শুক্রবার, ১০:৩১:৩৭অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৪ মন্তব্য

 

নদী বসে আছে ফাগুন-প্রতীক্ষায়
এক বুক জল-সাতারে,
অপেক্ষার স্পন্দনীয়তার শোভন সৌন্দর্যে
বিশ্বাসের নহবত বাজিয়ে,
ভালোবাসার চকচকে চাঁদ-জ্যোৎস্না নিয়ে।

প্রতিশ্রুতি ভঙ্গের হীন-ক্ষীণ শব্দ এ তল্লাটে পৌঁছে না,
তপ্ত-তৃষ্ণার্ত-ক্ষুধার্ত নদী ব্যাধ-প্রতীক্ষায়
কুড়ানো বুদ-স্বপ্নকে বুকে পুড়ে;

ফাগুন ঝাঁপাচ্ছে কুহুতানে অন্য বনে,
অন্য ভুবনে, তছনছ করার তাচ্ছিলানন্দের
পৈশাচিকতার উগ্র আস্ফালনে।

নদীর শিরায় শিরায় আজ বিষ-গ্লানি
আগুন-উত্তাপের চ্যালেঞ্জ ধ্বনি;

0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ