নদীর ওপারে ঘন কুয়াশাঃ হৃদয়ের গান

স্বপ্ন ৮ আগস্ট ২০১৫, শনিবার, ১২:৩০:০২পূর্বাহ্ন সঙ্গীত ২৪ মন্তব্য

2012-03-15-1331799467-d41d8cd98f00b204e9800998ecf8427e73.026
কিছু গান হৃদয়ে থেকে যায়,কিছু গান কানে ভেসে আসে,কিছু গান মুখে মুখে থাকে।
এই গানটি হৃদয়ে থেকে যাওয়া একটি গান।কথা এবং সুর হৃদয়ে বাসা বেঁধেছে গানটি যেদিন শুনেছি প্রথম তখন থেকেই।যখনই ইচ্ছে হয়ে গানকে দেখে আসি কেমন আছে সে।গান ভালোই আছে,তবে মাঝে মাঝে তাকে বিষণ্ণ দেখি,আবার প্রফুল্ল দেখি।দেখারই ত্রুটি আমার......

নদীর ওপারে ঘন কুয়াশায়
কুশায়ার ফুল কুঁড়াতে এলে
মাঝখানে আজ বহমান পানি রচে ব্যবধান
রচে ব্যবধান তোমার আমার,
রচে ব্যবধান দুই বাংলার
তাই কি এলে
ওপারের মেয়ে সব কাজ ফেলে
তাই কি এলে
কুয়াশার সেতু বাধবে বলে
তাই কি এলে

রেলগাড়ি ওই চলে গেল শোন রাত্রি চিড়ে
কথা ডুবে গেলো অতল তিমিরে
অপলক তুমি চেয়ে আছ মুখে
অপরিচিতা
কুয়াশায় গড়া অলিক মানবী
কুয়াশাবৃতা
ভেঙে-ভেঙে যায় কুয়াশার সেতু,
উঠেছে হাওয়া
মুহূর্ত যায় ছিঁড়ে
চলে গেলে গল্প-কায়া
পাগল হাওয়া
রক্তে জোয়ার হল দুর্বার
তোমাকে চাওয়া, তোমাকে চাওয়া।

কাফের, তোমাকে ভালবাসলাম বলে
ছায়া মরে গেল,
তারা নিভে গেল,
সাগর উঠল জ্বলে
মহাকাশ জুড়ে উল্কাবৃষ্টি,
শিহরিত হল সকল সৃষ্টি
পাহাড় পড়ল টলে
এ দুঃসময়, এ ঘোর প্রলয়,
কেবল তোমাকে ভালবাসলাম বলে
কাফের, তোমাকে ভালবাসলাম বলে
অকালবোধনে বসন্ত এল,
কৃষ্ণচূড়া অবনত হল ফুলে।
চরাচর জুড়ে এল হাওয়া উত্তাল,
নাচে ধমনীতে শোণিতের স্রোতে উদ্দাম মহাকাল,
কাফের, তোমাকে ভালবাসলাম বলে।
darkfoggirllonelymistphotographyrainsadnesswaterwoman-0e8de59231e9fcd92e1f73f50856ac17_m

কথাঃ অপর্ণা সেন

সুরঃ দেবজ্যোতি মিশ্র
কন্ঠঃ রুপঙ্কর বাগচী

*** এই গানটি ইতিপুর্বে জিসান ভাইয়া এবং মিথুন পোষ্ট দিয়েছিলেন।একটি মুভি রিভিউ এবং অন্যটি গান হিসেবে। নীতিমালায় এই পোষ্ট অনুমোদন করে কিনা বুঝতে পারছি না।

মনটা ভালো নেই বিভিন্ন কারনে।বিরামহীন শিশু হত্যা,নিলয় নীল হত্যা এবং অন্যান্য কিছু কারন মনকে বিষন্ন করে দিয়েছে।এই গানকে নিয়ে দূরে কোথাও চলে যাবো কিনা ভাবছি।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ