কোনদিন কিছু চাইনি

রিমি রুম্মান ৭ জুন ২০১৬, মঙ্গলবার, ০৯:১৪:১৭অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

জ্বরের ঘোরে, কিংবা কষ্ট পেলে সেই ছোট্টবেলা থেকেই মা-গো বলে ডেকে উঠা আমার স্বভাব। হাজার হাজার মাইল দূরের এই বিদেশ বিভূঁইয়ে আমি যখন অসুস্থ হই, মা-গো বলে ডেকে উঠি, কোন এক দুর্বোধ্য কারনে মানচিত্রের অন্যপ্রান্তে ছোট্ট এক মফঃস্বল শহরে আমার জন্ম, বেড়ে উঠার সেই বাড়িটিতে বসে আমার মা সেই ডাক শুনতে পেতেন। ফোন করলেই মলিন, চিন্তিত কণ্ঠে বলতেন, "তুই রাতভর মাগো মাগো করসিলি, আমি তো শুনতে পেলাম "।

মায়েদের এই অদ্ভুত ক্ষমতার কোন ব্যাখ্যা আমার জানা নেই।

এখনো জ্বরের ঘোরে, কিংবা কষ্ট পেলে মা-গো বলে ডেকে উঠি মনের অজান্তেই। কিন্তু কেউ বুকভরা আকুলতা নিয়ে বিষণ্ণ কণ্ঠে ফোনের অন্যপ্রান্ত থেকে বলে উঠে না__" তুই রাতভর মাগো মাগো করসিলি, আমি তো শুনতে পেলাম রে" ।

আমাদের মা-মেয়ে'র মাঝখানে আগে ছিল আটলান্টিক মহাসাগর। আর এখন, দুর্ভেদ্য এক সীমানা-প্রাচীর। এখনো নিশ্চয়ই " মা, মাগো" ডাক শুনতে পায় !

আজ আমার মায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী।

আমি কোনদিন কিছু চাইনি কারো কাছে। আজ আমার মায়ের জন্য দোয়া চাই "সোনেলা" পরিবারের সকলের কাছে। একটু দোয়া করবেন, প্লিজ ...  🙁

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ