দেশপ্রেম

আলমগীর সরকার লিটন ৫ অক্টোবর ২০২০, সোমবার, ১২:৫৭:৪৮অপরাহ্ন কবিতা ২৫ মন্তব্য

এলোমলো ভাবনাতে একটু রাখ দেশত্বপ্রেম
না হলে সবমিছে যাবে তোমার সমস্ত গেম!
সকালে দেখো রঙের বৃষ্টি- বিকালে রঙধনু;
মাঠে ময়দানে দেখো সবুজ হাসি- অলিগলিতে
দেখো রক্তের হলি; কি ভাবছো রাতের স্বপ্ন?

এবার ঘুম ভাঙ্গ চেয়ে দেখো- দেশমাথা তোমার
জন্য করছে গভীর আর্তনাদ- তুমি শুনতে চাও না-

শুধুই কি চিত্তবিনোদন নিয়ে ব্যস্ত! আর
থেকো না- দেশমাথা তোমার জন্য দেয়েছে
অনেক কিছুই! ভেবে দেখো তুমি দিচ্ছো কি?
এভাবে থাকলে পরে সবই, যাবে গোল্লাই-
তুমি হারাবে দেশপ্রেমের মৃত্যু চোল আই।

২০ আশ্বিন ১৪২৬, ০৫ অক্টোবর ২০
----------------------------------------

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ