দুই দু গুনে

শুন্য শুন্যালয় ২৩ সেপ্টেম্বর ২০১৬, শুক্রবার, ০৪:১৬:৫৩অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৯ মন্তব্য

20160822_091132-1 []
সোনেলার চতুর্থ জন্মদিন। আমি কী কিছুই লিখবো না? লিখতেই হবে এমন নয়, না বলেও তো অনেক কিছু বলা যায়, বলে সবাই। আর আমি যেন এতো কোটিবার বলে বলেও কিছুই যেন বলতে পারছিনা। খুব বেশি ভালোবাসার কাছে আমি এলোমেলো হয়ে যাই, হড়বড় করি। সোনেলাকে নিয়ে সবার লেখার কাছে আমি অপদার্থ অক্ষম, আমার বলাগুলো সবাই নিয়ে যায় এইভাবে, কিছুই করতে পারিনা।
ভালোবাসি সোনেলা তোমাকে, আঁকড়ে রেখো এভাবেই সবাইকে গোল্লাছুটের এক সীমানায়।

সোনেলার চতুর্থ জন্মদিনের জন্য চারটি ছবি---

প্রথম বছরটি সোনেলার যুদ্ধ। তীব্র ঝড়ের বিরুদ্ধে একাকী দাঁড়িয়ে থাকার কী প্রবল প্রতাপ ইচ্ছে...
20160819_084334 [] (2)

দ্বিতীয় বছর সোনেলার শুকিয়ে যাওয়া বৃক্ষরাজির ডালের ফাঁকে ফাঁকে উজ্জ্বল আলোকিত নীল শুভ্র আকাশ।
20160808_171226 []

তৃতীয় মানেই ফের শুরু। প্রতিটি কাউন্টডাউন তিনেই শেষ হয়, ওয়ান, টু, থ্রি, এরপরেই শুরু হয় যাত্রা। প্রাপ্তির পূর্ণতার কাছে ঝরে পড়া নিতান্তই তুচ্ছ।
20160719_084302 (2) []

চতুর্থ মানেই স্পেশাল। প্রথম, দ্বিতীয় আর তৃতীয় পুরষ্কারের পরে একটি বিশেষ পুরষ্কার থাকে, সেটি কি চতুর্থ নয়? সোনেলার প্রতিটি ব্লগার মুক্তো হয়ে জড়িয়ে আছে সোনেলার কণ্ঠনালী।
20160719_085114 []

শুভ জন্মদিন প্রিয় সোনেলা, শূন্যের বৃত্তাকার ভালোবাসা অফুরন্ত -{@

0 Shares

৩৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ