সকাল ৬ টা ৪৫ : ৩ টা মোবাইলের এলারমের বিকট শব্দে ঘুম শেষ । ২৯ দিন পরে এত ভোরে জাগলাম ।

সকাল ৭ টা ০৫ : বাথরুমে জনযট। ধমক দিলাম সবাইকে , কেন  সবাই আরো আগে ঘুম থেকে উঠে নাই ? কেউ কোন কথা না বললেও প্রিয় বললো '' আব্বু তুমিও তো আরো আগে উঠতে পারতা ''
যাক অবশেষে গোছল করলাম , ঈদের নামাজে যাবার আগে গোছল করতে হয় ।

সকাল ৭ টা ১৫ : কোন পাঞ্জাবীটি গায় দেব , এ নিয়ে কিছু বেহুদা টাইম নস্ট । সমস্যার সমাধান করে দিলেন প্রিয়র আম্মু , তাঁর দেয়া পাঞ্জাবী গায় দিতে হবে । এটি বলতে গিয়ে তিনি রাগ না করলেও পারতেন ।

সকাল ৭ টা ৩০ : পোশাক পড়া শেষ । খাবার টেবিলে সাজানো শরবত পান করলাম সবাই একসাথে । ২৯ দিন পরে ভোরে কিছু খাওয়া ।

সকাল ৭ টা ৪৫ : হেটে রওয়ানা দিলাম ৩ পুত্রকে সাথে নিয়ে , হাতে জায়নামাজ । বড় আর মেঝোটা উচ্চতায় ছাড়িয়েছে আমাকে ।

সকাল ৭ টা ৫২ : ঈদগায় পৌঁছলাম । প্রচুর র‍্যাব । নাশকতার আশঙ্কা । এটি উড়িয়ে দেয়ার মত নয়।
এই ঈদগা সেই শহরে , যেখানে জেএমবির বোমা হামলায় নিহত হয়েছিলেন দুই বিচারক। এরপর সবই ইতিহাস ।
বাংলা ভাই , সায়েখ আব্দুর রহমান সহ সব শীর্ষ স্থানীয় জেএমবির নেতাদের বিচার এই শহরের আদালতেই হয়েছে । এই শহরের শিল্পকলা একাডেমিকে বিশেষ সাব জেল বানিয়ে এই সব ইসলামী জঙ্গিদের সেখানে রেখে বিচার কাজ সমাপ্ত হয়েছে ।

এই শহরের আদালতেই তাদের মৃত্যুদন্ডের আদেশ হয়েছে । এই আদেশেই তাদের ফাঁসী কার্যকর করা হয়েছে ।

জঙ্গিদের প্রতিপালক জামায়াত ইসলামীর জেলা আমীর যিনি সরকারী উকিল হয়ে এই জঙ্গিদের বিরুদ্ধে লড়েছেন ।বিচার চলাকালীন সময়েই জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন নামাজ আদায় করে মসজিদ থেকে বেড় হবার সাথে সাথে । তিনি কি শেষ দিকে জামাতের কথা শুনতেন না ? অবাধ্য একজন মানুষকে সড়িয়ে দিয়েছে জামাত তার জেএমবি নামক একশন গ্রুপ দিয়ে ?

সব কিছু মনে পরে গেল ঈদগায় বসে । কিছুটা ভীত ।
আততায়ী বুকে বোমা নিয়ে লুকিয়ে নেইতো মুসুল্লিদের মাঝে ? র‍্যাবের কাছা কাছি বসে নামাজ আদায় করলাম।

 

 

 

 

সকাল ৮ টা ৪০ : নামাজ শেষ করে সবাই কবর স্থানে গিয়ে আব্বা , বড় ভাই সহ মৃত সজনদের কবর জিয়ারত করে বাসায় ফিরলাম ।

সকাল ৮ টা ৪৫: বাসায় এসে আম্মাকে প্রথম সালাম করলাম । আম্মার কাছ থেকে সালামী পেলাম ১০০ টাকা ।
সারা দিনের সালামী দেয়া নেয়ার অবস্থাঃ পেয়েছি ২৩০০ টাকা । দিয়েছি ১৬৮০০ টাকা। ঘাটতিঃ ১৪৫০০ টাকা । ঘাটতির পরিমান আরো বৃদ্ধি পাবার আলামত পাচ্ছি ।

#অসমাপ্ত

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ