কবিগুরু লহ প্রণাম...
কবিগুরু লহ প্রণাম...

কোনো উপমাই বাকী রাখোনি
তাই ফোঁটেনা উপমার কোনো ফুল
আমি নিত্য-নতূন একেকটি শব্দ সাজিয়ে দেখি
সেই সকল শব্দে কিংবা বাক্যে তোমারই আনাগোণা
আমার খুব রাগ হয়
আবার গোপন অভিমান
কতো চেষ্টা করেছি
তোমার স্পর্শহীন উপমার ফুল দিয়ে একটি অনুভূতি বৃক্ষের জন্ম দিতে
স্থির আকাশের নীল থেকে চলমান মেঘ নিয়ে
গহীন অরণ্যের চঞ্চল সবুজ পাতাকে ভিঁজিয়ে দেই বৃষ্টি হয়ে;
তবু যদি নতূন কিছু ভাবনা আঁকতে পারি!
কিছুই হয়না আদতে।
শব্দ আর অলঙ্কারে সেজে ভাবনাগুলো হয়ে যায় রূপসী রমণী,
কবিতা হয়না কিছুতেই।
আমার সুপ্ত ইচ্ছে,
অতল সাধ, সবটুকুন দিয়েও কিছুই নতূন হয়ে ওঠেনা।
আচ্ছা , একটি উপমা কি রাখা যেতোনা আমার জন্যে ?

এন্টিগোনিশ , কানাডা
২৩ সেপ্টেম্বর , ২০১১ ।

**"তুমি কেমন করে গান করো হে গুণী !" তাই "আমি কান পেতে রই"...তোমার গানে নিজে আনন্দ পাবে আর আমাকে পোড়াবে , তা তো হয়না..."তাই তোমার আনন্দ আমার পর" বুঝেছো ? তবুও কামনা করি "নব আনন্দে জাগো আজি নবরবিকিরণে...শুভ্র সুন্দর প্রীতি-উজ্জ্বল-নির্মল জীবনে..."

শুভ জন্মদিন কবিগুরু...তোমার থেকেই তোমাকে নিয়ে তোমায় দেয়া অক্ষর-বাণী-সুর...

"হে নূতন,

দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ
তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদঘাটন
সূর্যের মতন......"

♪কবিগুরু লহ প্রণাম ♪

https://youtu.be/FxQ0S3vo7rM

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ