তোমার পাশে মরিবার বাসনা রাখি

আগুন রঙের শিমুল ২৭ অক্টোবর ২০১৫, মঙ্গলবার, ০৫:২০:৩২অপরাহ্ন কবিতা ৩২ মন্তব্য

12027725_10203477782544706_3882916510269168111_n

শরীরের কৌটায় ছটফট ছটফট, ভোমরার পরাণ -
শরীরের রন্ধ্রে রন্ধ্রে বয় লু হাওয়া ; বুকজুড়ে অগ্নিস্রোত জ্বালা
বলতো, মুক্তি কোথায় - কোথা গেলে মিলবে নির্বাণ।

ব্যাক্তিগত স্বর্গের সুরভী হাওয়া বয় -
ছুঁয়ে দিয়ে যায় ক্ষনিকের ভুলে ; তারপর
নেমে আসে সামাজিক নিয়মের কাথাফোঁড়
অগুনতি আটকে পরা দীর্ঘশ্বাস বুকের ভেতর
নিয়মের বিবর্ণ ঘাসসম ইটচাপা পরে রয়।

তবু জানি,
ভালোবাসা নিশ্চিত ফল্গুধারা হয়ে থাকে মিশে -
একদিন, এক মুহুর্ত অথবা একপল মাত্র
একইসাথে বাঁচবার অথবা মরবার আশ্বাসে।

- তোমার পাশে মরিবার বাসনা রাখি .....

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ