তৈল মর্দনের জমানা

আতা স্বপন ১৮ মার্চ ২০২০, বুধবার, ০৪:২৭:১৮অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য

শুধু শুন,শুধু দেখ
কিছু বলতে যেওনা
বলতে গেলেই ভুগতে হবে
কি বলেন, তাই না?

তৈল মর্দনের জমানা যে
তেলেই সবাই খুশি
তেলে যতই ভেজাল থাকুক
তারই ডিমান্ড বেশি।

তৈলাক্ত বাঁশ বেয়ে সেকেলে বাদর
কবে উঠতে পেরেছে?
একালের বাদররা দেখ
গটগটিয়ে উঠছে।

ওগো শুন নাদান মানব
আদার বেপারি
জাহাজের ফাও খবর করে
কেন যাবে মরি?

তৈল মর্দন না পারিলে
গুংগা হয়ে থাকো
পাছার কাপর তুলে হলেও
মুখটি ঢেকে রাখ।

নেংটো তুমি, লজ্জা লাগে?
লজ্জা কি ভাই বলো?
নেংটো যে আজ গোটা সমাজ
কার কি এলো গেল?

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ