তারাবাজি

ছাইরাছ হেলাল ২৭ সেপ্টেম্বর ২০১৪, শনিবার, ১২:৫৫:২২অপরাহ্ন একান্ত অনুভূতি ৩১ মন্তব্য

হে আমার সাধের সময়,সাইধ্যের বাইরে থাইক্কা
বিশাল বিপুল বাক্য ব্যয়ে অধরাই রইলা,
আমার সকল হাপিত্যেশে ছুঁই ছুঁই ভাব মাইরা।
চা দিতে চাইলা
রং চা না দুধ চা,চিনি দিয়ে না চিনি ছাড়া
চিনি হইলে কয় চামচ,
তা না জাইন্না।
সেই কবে চা-চিনি খাওয়া দিছি ছাইরা।
আমি এখন কফিখোড়।

হে আমার প্রাণের পোলা
আমারে থুইয়া কই ই যে গ্যালা!
আবার দেহি আইছে ঈদ,
তারা বাত্তি জ্বালামু না?

0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ