তাঁকেই খুঁজি (মুজিব পর্ব-১৭)

শামীনুল হক হীরা ৫ অক্টোবর ২০২০, সোমবার, ০২:৫১:১৪অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য

আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
যার অমর নামটি লিখতে শুরু করলেই
স্বধীনতার গন্ধ পাওয়া যায়,
লাল সবুজ পতাকার দিকে তাকালে বাঙ্গালি
জাতি যার কন্ঠ শুনতে পায়। 
যাকে নিয়ে প্রভাবশালী ব্রিটিশ দৈনিক
দ্য গার্ডিয়ান মন্তব্য করে-"শেখ মুজিব
ছিলেন এক বিস্ময়কর ব্যক্তিত্ব"।

তাঁকেই খুঁজি যে জনগণের উপর দৃঢ় প্রখর
বিশ্বাসে মনে নিয়েছিল ঠাঁই,
যে মনের বিশ্বাসের কথা প্রকাশ্যে লাখো
লাখো জনতার সম্মূখে বলতে পারে-
"আপনারা আমার উপরে বিশ্বাস নিশ্চই
রাখেন,জীবনে আমার রক্তের বিনিময়েও 
আপনাদের সঙ্গে বেঈমানী করি নাই"।
যে সেই সত্যিকারের বিশ্বাসী লৌহমানব
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ