ছোট্ট বেলায় বই মেলা তে গিয়ে
কিনেছিলাম একটি নীল বই
পড়তে গেলে হঠাৎ পরে মনে
আমি জেনো হারিয়েছি বনে

হঠাৎ করে স্বপ্ন ভাঙ্গে হাওয়ায়
চোখ মেলে আর পাইনা খুজে তোমায়
ও কারিগর তুমি আমার এসো ফিরে
ও কারিগর তুমি দেখো আবার এসে
হিমু , হলুদ জামায় একলা বসে
মিছির আলি কাদছে দেখো এক কোনেতে

বৃষ্টি ভেজা শ্রাবন দিনে
কদমফুল একেলায়
আকাশ ভরা জোছনা রাতে
চাঁদ মামাটিও একলায়
তুমি কোথায় তুমি কোথায় ? ?
স্বপ্নে হারানো গল্প গুলো কোথায়?

হঠাৎ করে স্বপ্ন ভাঙ্গে হাওয়ায়
চোখ মেলে আর পাইনা খুজে তোমায়
ও কারিগর তুমি আমার এসো ফিরে
ও কারিগর তুমি দেখো আবার এসে
হিমু , হলুদ জামায় একলা বসে
মিছির আলি কাদছে দেখো এক কোনেতে

হুমায়ুন আহমেদ এর মৃত্যু বার্ষিকী তে মনটা খুব ই আবেগে আপ্লুত । স্যার যেখানেই থাকুন , অনেক ভালো থাকুন।

আমাদের দোয়া , ভালবাসা, শ্রদ্ধা সবসময় থাকবে আপনার প্রতি ।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ