ক্যান্সার – অর্থহীনের একটি লিরিক্স

আসিফ মাহমুদ ১৫ সেপ্টেম্বর ২০১৪, সোমবার, ১০:২৪:২১অপরাহ্ন সঙ্গীত ৮ মন্তব্য

আমাদের সবার প্রিয় বেজবাবা সুমন ভাই আজ পাঁচ বছর ধরে ক্যান্সারের সাথে লড়াই  করে আসছেন। নিজেই অনুভব  করেছেন ক্যান্সার  কে । আর ক্যনাসার নিয়ে  তার একান্ত ব্যাক্তিগত কিছু জীবন্ত অনুভুতি নিয়ে লিখেছেন এই গানটি ।

লিরিক্স :

আজ রাতটা অন্যরকম, দেখছি চারিদিক ধূসর

উজ্জ্বল চোখে এদিক সেদিক...নেই কেউ পাশে

এটাই তো মোক্ষম সময় , তোমার সাথে মত বিনিময়

শুনবে না কেউ তোমার হাহাকার, শেষ যুদ্ধে।

ছিলো আমার যে কত স্বপ্ন

নষ্ট রক্তে হয়ে গেছে আজ কালো

ছিলো আমার যে কত স্বপ্ন

নষ্ট রক্তে হয়ে গেছে আজ কালো

তুমি তো আজ মিশে গেছো শিরায়

হাসছো এখন উপহাস করে আমায়।

 

হারিয়ে যাই নি

এখনো চলছে এই হৃদপিন্ডটা

এখনো আমি স্বপ্নবুনি তোমায় ছাড়া

হারিয়ে যাই নি

এখনো আছে বাকি সময় কিছুটা

হয়তো হবে তুমি অদৃশ্য আমায় ছাড়া

থাকবে না তোমার কোন চিহ্ন আর

 

 

যতই ভাবো আসবে সুদিন....যতই ভাবো নেই আমি আর

যতই ভাবো দেখছো আলো....আসবো ফিরে

আমি তো ঐ নখের মত...অথবা ঐ চুলগুলো

কেটে ফেলবে জানি আমায়..আবার হবো উদয়

 

ছিলো আমার যে কত স্বপ্ন

নষ্ট রক্তে হয়ে গেছে আজ কালো

তুমি তো আজ মিশে গেছো শিরায়

হাসছো এখন উপহাস করে আমায়

 

হারিয়ে যাই নি

এখনো চলছে  এই হৃদপিন্ডটা

এখনো আমি স্বপ্নবুনি তোমায় ছাড়া

হারিয়ে যাই নি

এখনো আছে বাকি সময় কিছুটা

হয়তো হবে তুমি অদৃশ্য আমায় ছাড়া

থাকবে না তোমার কোন চিহ্ন আর

 

 

 

ছিলো আমার এই রক্ত কালো

চুরি করেছিলে তুমি আমার স্বপ্ন

ঢুকেছিলে তুমি আমার ভেতর

নেই তুমি আজ চারিপাশে কোথাও

 

হারিয়ে যাই নি

দেখো চলছে আজো এই হৃদপিন্ডটা

এখনো আমি স্বপ্নবুনি তোমায় ছাড়া

হারিয়ে যাই নি

দেখো হাতের মুঠোয় এই পৃথিবীটা

হয়তো আসবে তুমি ছড়াতে বিশাক্ততা

দেখবো তোমার পরাজয় আবার

 

 

********************

ভোকাল/বেজ -বেজবাবা

গিটার/কী বোর্ড -শিশির

গিটার- কমল

ভোকাল/ড্রামস- রাফা

********************

সলো - শিশির  #২:০৯-২:২৯ , #৫:৪৫-৭:১০

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ