মা

আসিফ মাহমুদ ৬ জুন ২০১৪, শুক্রবার, ০৯:২০:৪১অপরাহ্ন বিবিধ ৭ মন্তব্য

ছাত্রজীবনের নিয়মিত কার্যক্রম টিউশনি শেষ করে একটা ইজি বাইকে ভার্সিটিতে ফিরছি। ইজি বাইকে উঠেই কানে এয়ারফোন গুজে দিলাম। #নেমেসিস ব্যান্ড এর "কবে" গানটি বাজছে কানে। সুরের মূর্ছনায় হারিয়ে গেলাম অন্যজগতে । কিছুক্ষণ পর একজন মধ্যবয়সী মহিলা ইজি বাইকে উঠলেন। আমি একটু গুটিয়ে বসলাম। পাশে তাকিয়ে রাতের খুলনা দেখতে দেখতে চলছি। হটাৎ ঐ আন্টির দিকে চোখ পড়লো। দেখি তিনি আমাকে উদ্দেশ্য করে কিছু বলছেন বা আমাকে কিছু বলতে চাচ্ছেন। আমি সঙ্গে সঙ্গে হেডফোন নামিয়ে ফেললাম। দেখি উনার চোখে জল।

আন্টি : কি করো বাবা তুমি ??
আমি :জি , খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ি ।

কিচ্ছুক্ষন তাকিয়ে থেকে আন্টি বললেন , " তোমার মত একটা ছেলে আছে আমার। " তোমাকে দেখে আমার রাসেল এর কথা মনে পড়ছে " এই বলছিলেন আর চোখ মুছছিলেন।
আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম। কিচ্ছুক্ষণ পড় জিজ্ঞেস করলাম "আন্টি, আপনার ছেলে কোথায় থাকে ?? "
আন্টি : এইবার এস এস সি পরিক্ষায় গোল্ডেন এ+ পেয়ছে। আমার কাছ থেকে ঢাকায় চলে গেছে নটর ডেমে ভর্তি হওয়ার জন্য। ছেলেটা একদম দেখতে তোমার মত। তোমার মত কানে ঐ তার গুজে বসে থাকে সব সময়। "

আমি : আন্টি আমি চলে এসেছি আমার গন্তব্যে। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ভালো থাকবেন সবসময়। 

মনটা আমারও অনেক খারাপ হয়ে গেলো। আম্মুকে ছেড়ে বাইরে এসেছি সেই ২০০৯ সালে। আমার আম্মু ও আমাকে এমন মিস করে। অন্য কারোর মাঝে আমারও ছায়া খোজে।
আচ্ছা মা গুলো এত্তো ভাল হয় ক্যান??? আল্লাহ! সকল মাকে এভাবে বাচিয়ে রেখো ,সুস্থ রেখো এই পৃথিবীর বুকে।

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ