ছদ্মবেশ এবার নেবই

ছাইরাছ হেলাল ৯ আগস্ট ২০১৬, মঙ্গলবার, ০৮:০০:১৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৫২ মন্তব্য

ভাবছি উঁকি দেব ছদ্মবেশে
রাতে রাতবেরাতের চিলে কোঠার মোক্ষ মুলে,
ঘুলঘুলির চোরা পথে
দেখে নেব সব নাদেখাগুলোদের,

চুপিসারে দেব উঁকি নিঝুমের বনে,
কী হয় সেখানে পাতাদের মিহি গুঞ্জনে?
খরগোশ নিঃশব্দতায় সুউঁচু দেবদারু বনে
স্ব-উচ্ছ্বাস কোলাহলে।
আকাশের বুকে পুষে রাখা একনদী জলবৃষ্টি
আঁজল ভরে তুলে নেব চুপিসারের ছদ্মবেশে;

আধা সচল গ্যারেজের ফাঁক গলিয়ে
নিষিদ্ধ আলোর কোন এক গোপন কুঠুরিতে
ভদকা মাতাল অকবির কী ভীষণ তেষ্টা,
প্রদীপ জ্বেলেই লিখবে এবার কবিতা
হোক না তা বেমক্কা মাথা ফাটা প্রচেষ্টা!

ইট-পাথরের জঞ্জাল পেরিয়ে উঁকি দেব
পাড়াগাঁয়ের জীর্ণ-শীর্ণ কোন কুটিরে
খড়ের চালায় জলঢালা তুমুল কোন বৃষ্টিতে
বাঁধভাঙ্গা জোয়ার জ্যোৎস্নায় ভেসে যাওয়া জলঘাটে
উঁকি দিয়ে খুঁজব বিপদে অনড় কোন এক জলপরী।

কেন জানি! কেন যে
উঁকি দেয়ার ইচ্ছেটা মুখ ঘুড়িয়ে নেয় না
দৃষ্টি এড়ানো সচল সন্ধ্যায়?

ঠায় দাঁড়িয়ে থাকা কাকতাড়ুয়া বা পিপীলিকা পথ
বা মেঘবালিকা, কোথাও উঁকি দেব না,
খুঁজব না ছদ্মবেশে কোন এক কস্তুরীফুল,

সযত্ন ছদ্মবেশে উঁকি দেব প্রাণকাড়া বাগানফুলে
বাগান সুন্দরীর ঘ্রাণময় দেহবনে।

0 Shares

৫২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ