ঘাতক ব্যাধি করোনা !

সুপায়ন বড়ুয়া ৮ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ১১:৪৮:২০পূর্বাহ্ন কবিতা ৩১ মন্তব্য

নভেল করোনা ঘাতক ব্যাধি
উহান প্রদেশ তার উৎষ।
মৃত্যুপূরী চীনের প্রদেশ
তাকিয়ে দেখে বিশ্ব।

পরাক্রমশালী চীনের প্রাচীর
কেঁপে উঠে বার বার।
মানবতা যখন বিপন্ন হয়
ছেড়ে যায় হুঙ্কার।

পুঁজিবাদের শিকড় গেড়েছে
শোষণের যাতাকলে।
অর্থনীতির সাম্রাজ্য গড়ে
ছলে বলে কৌশলে।

দক্ষিন এশিয়ায় শিকড় গেড়েছে
বাড়িয়েছে কালো হাত।
বার্মায় করে রোহিঙ্গা নিধন
ডেকে আনে অভিসম্পাত।

বিশ্ব বিবেক থমকে দাঁড়ায়
উৎকন্ঠায় কাটে দেশ।
বিনা প্ররোচনায় অবরুদ্ধ আজ
সমবেদনার নাই লেশ।

মানুষ কাটে বন্দী জীবন
বাড়ায়না কেউ হাত।
মহামারী হয়ে ধেয়ে আসে আজ
আতঙ্কে কাঁটে রাত।

পাপের প্রায়শ্চিত করে চীন
যায় না কেউ বাদ।
বিশ্বধরণী কেঁপে উঠে আজ
মেনে নেয় নির্বিবাদ।

0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ