আমারওতো কিছু গল্প আছে, ছিল এবং থাকবেও। কাঁধে কাঁধ মিলিয়ে সবার গল্পেই থাকি, শুনি এবং বলিও বিস্তর;
গল্পে গল্পে। গল্পেরও গল্প থাকে, গল্পদেরও কিছু বলার থাকে, সে সব বলারা কোথায় থাকে? না বলা বলাদের কাছে?
একটু ইচ্ছে তো আছে গল্পবলাতে। সে গল্প কে ই বা শোনে! কাকেই বা শোনাই! গল্পগুলো ভারী হয়, না বলা হতে হতে,
খোঁজে দুঃস্বপ্ন তলে তলে, মরুবরফের ফাঁদে গল্পেরা ছবি হয়ে হাসে না, নির্ভুল নিখুঁতে।
প্রতিকারহীনতায় মায়াবী শয়তান হাসে গল্পের ছলে, রক্তহৃদয় গিলে ছন্নছাড়া শূন্যবাসীগল্প ইতস্তত গল্পেই শুধু হাতড়ে বেড়ায় অট্টহাসি, নীরবের নিভৃতে, নিষ্ফল না বলা ঝিনুকগল্পগুলো বিস্তর নদী হয়ে ভেসে যায় সমুদ্দুরের অতল তলে,এমন বিশ্রান্ত দিনে গল্পগুলো গল্পের ছলে ঝ’রে প’ড়ে অকাল বসন্তের বনপথে, বিকল বালুঘড়ি সূর্য তীরে, ভেল্কি-ভাঁড়ামোর ডামাডোলে,

0 Shares

৩৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ