ক্ষণিকের স্বপ্নাকাশ

ছাইরাছ হেলাল ১০ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ০৯:৪৩:৫৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৫ মন্তব্য

হে উন্মুখ স্বপ্নাকাশ,
চল না খনিকের একটু খেই হারাই, ভিড়-ভাড় ঠেলে-ঠুলে,
শ্যেন চোখে ধুলো ছুড়ে,
কাঁটার ঝোপ আর ভেজার বর্ষা এড়িয়ে।

এমন শীতোষ্ণতায় একটু আগুন ছানি,
দূরে, বহুর দূরে অগোছালো বনের গহীন গভীরে;
একাকীর স্থির নিস্তব্ধতায় বিদ্ধ করি নিজেকে, নিজের চোখে;
খুবলে নেয়া হৃদে অস্থির বরফ ফেলি গোলাপি গোলাপের ভেজা সুবাসে।

সে আকাশ উন্মুক্ত হও;
সুনসানের নীরবতায় উন্মুখ হৃদয়ে বসন্ত যে এসেই গেল, শীতের ডানা মুচড়ে,
এসো এসো হে নিশ্চুপ নীরবতা, তোমাকেই করি পান প্রাণমনে
নিঝুমের এ সুমধুর মাদক মাদকতায়।

নিবিড়ের নিখুঁত নিক্বন নীরবতায় এসো,
জিরোই এবার, অনেক তো হলো;
বিরক্তির পিঁপড়েরা পিল পিল করে এ অব্দি পৌঁছুবে, সে ও তো জানি ই।

চির অম্লান চিকমিক নাদুসনুদুসের বন্ধনে নিরীহ আলসে এখন চালশে,
মহা সমাদরে।

0 Shares

৩৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ