কালো মেঘ

রোকসানা খন্দকার রুকু ৯ আগস্ট ২০২০, রবিবার, ১১:০১:০০অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

ফোনো খুনসুটি, রাতজাগা প্রেম আর কত?

তুমি কেমন ?

ফোনের মতই তো?রাতজাগানিয়া ডাহুক।

রাজপুত্র চাইনা আমি,চাই মনুষ্যত্বে গড়া মানুষ।

যে আমায় সম্মান করবে আর ভালোবাসবে একবুক।

যে হবে কবিতার মত অফুরন্ত।

অবশেষে মিলবে দেখা আমার জাদুটার।

ঠিক যেন সারে চারটায় আসি।

হ্যাঁ অবশ্যই!তুমি বলেছ, দেরি হয় আমার!

তোমাকে দেখবার কত আকুল আবেদন মনে মনে;

কত দীর্ঘ  দিবস-রজনীর অপেক্ষা!

অবশেষে তুমি রাজি হলে।

ঠিক সারে চারটায় এসে দাঁড়িয়ে আছি,

তোমার পছন্দের নীল শাড়িতে,

পছন্দের জায়গায়।

দুবার ফোনে বললে,এইতো সোনা এসে গেছি।

মনে হল আমার খুউব কাছে তুমি,

ঝপ করে এসে জড়িয়ে দেবে চুমু;

তারপর বুকে মাথা রেখে থাকব,কতক্ষন কারো জানা নেই।

ঘোর কাটলো-ঘড়িতে ছটা বাজে।

তোমার ফোন বন্ধ।

তুমি কি আসোনি?নাকি এসেছিলে?

দুর থেকে দেখেছও আমায়,

নীল শাড়িতে কালো আমি আরও কালো।

তাই চলে গেছ,

হুম,,, বুঝতে বাকি রইল না।

বলতে তো খুব-সাজুগুজু,ডিজাইনের বাহারি গয়না,

আর রং এ কি এসে যায়,মনই সব।

নাকি মেটাতে তোমার কামুক মনের রাতজাগানিয়া তৃপ্তি।

কখনও দেখা হলে জানতেও চাইবনা।

কারন?

তোমার অভিমতে আমার কিচ্ছু এসে যায়না।

আজ থেকে তোমায় ঘৃনা করি,কতটুকু জানো?

ঠিক যতটা ভালোবেসেছিলাম।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ