বন্ধু তুমি ও গেলে চলে অবশেষে
করোনা যুদ্ধের সম্মুখ সমরে প্রথম শহীদ হলে।
মানবিক বিপর্যয়ে যখন হিমসিম খায় সারা বিশ্ব
অদৃশ্য জীবাণু শক্তি করোনার আক্রমনে
তুমি ই এগিয়ে এলে প্রথম গরীবের বন্ধু বলে।

বিপন্ন মানুষ যখন হতাশায় মুষরে পড়ে
ঘুরে হাসপাতালের দ্বারে
একটু চিকিৎসা পাবার আশায়
একটু ভরসা পাবার প্রতীক্ষায়
তখন আমরা পিছু হটলাম নিরাপত্তার অজুহাতে
তুমিই এগিয়ে এলে বন্ধু হাসি মুখে
তোমার নিজস্ব নিরাপত্তার বলয়ে
দাঁড়িয়ে অভয় দিয়ে গেলে মুমুস্ষু জনতার পাশে।

তুমি শুধু চিকিৎসক নও
তুমি গরীবের বন্ধু ছিলে
সম্মুখ সমরে নেতৃত্বে থাকা বীর যোদ্ধা ছিলে
তোমাকে সালাম বন্ধু লাল সালাম।

তুমি যখন হাসপাতালের চিকিৎসা সামগ্রীর কথা বলতে
আমরা তখন চেয়েছি ডক্টরস ক্লাবের বিনোদন সামগ্রী।
তুমি যখন হাসপাতালের বেডের কথা বলতে
আমরা চেয়েছি আমাদের আবাসিক সুবিধা।
তুমি যখন চিকিৎসার জন্য আই সি ইউর কথা বলতে
আমরা চেয়েছি এ্যান্বুলেন্স, কমিশন বানিজ্যে রোগী প্রাইভেট হাসপাতালে পাঠানোর জন্য।
তুমি যখন পরীক্ষাগারের কথা বলতে
আমরা তখন নির্বাচিত ল্যাবে পাঠাতাম কমিশনের জন্য।
তোমার জীবন দিয়ে প্রমাণ করলে আমাদের এসবের বড় প্রয়োজন ছিল।
আমাদের বাঁচার জন্য, আগামী প্রজন্মের জন্য।

বন্ধু তোমার জন্য আই সি ইউ অ্যাম্বুলেন্সের কথা বললাম
তুমি বললে কতজন রোগীর জন্য তোমরা আনবে ?
আমি আই সি ইউ এ্যাম্বুলেন্স চাই না
আমি উন্নত ল্যাব চাই পরীক্ষার জন্য
আমি আই সি ইউ চাই চিকিৎসার জন্য।

বন্ধু তোমার দুই মাসুম বাচ্চাকে যখন দেখি
মনে পড়ে যায় আমার হাসোজ্জ্বল দুই সন্তানের কথা।
তোমার সদ্য বিধবা প্রিয়তমা স্ত্রীকে দেখি
তখন মনে পড়ে যায় আমার লাজ নম্র বধূটার কথা।

বন্ধু তুমি বীর ,মানবিকতার উজ্জ্বল নক্ষত্র
করোনা যুদ্ধের প্রথম শহীদ।
তোমাকে সালাম, লাল সালাম
তুমি শান্তিতে ঘুমাও
আমরা জেগে আছি, তোমার কাঙ্খিত মানব সেবায়।

শুধিব আমরা তোমার ঋণ
করোনা শহীদ ডাক্তার মঈন

ছবি : নেট থেকে।

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ