এক স্বপ্ন মাইল

এস.জেড বাবু ২৬ জানুয়ারি ২০২০, রবিবার, ১০:২২:২১অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য

উদাম শীতে
কে কড়া নাড়ে !
কব্জায় ধরেছে ঝং,
ঘুম ভাঙ্গায় বারে বারে।
কে কড়া নাড়ে ?
বারে বারে- বারে বারে !!
কে উঁকি দেয়
খিল আঁটা জানালায় ?
ভোরের বেহায়া শিশির
হু হু করে যায়,
অবেলায়-
অদেখায়- অজানায় ॥

কে মেরেছে ঢিল
টিনের চালায় ?
মরিচিকা ছিটিয়ে পড়ে
একেলা বিছানায়,
অয়েশি ঘুমের ওম-
শীতল কাঁথায় ।
কে ডাকে চেনা লয়ে,
আঁধারে আঙ্গিনায় ?
কার কানে ঝুমকা দোলে-
পরিচিত ইশারায়,
কে যায় ?
মাঘের আয়েশি ঘুম-
কে ভাঙ্গায় অবেলায় ।

বৈশাখী নিমন্ত্রণে
পাগল করে মন,
মধু মাসে মধু ক্ষণে
চোখে চোখে পণ,
আষাঢ়ে বর্ষিলে বুকে-
ওগো প্রিয়জন ।
শ্রাবনে লাগিয়ে জোয়ার
ভাদ্র শেষে খরা,
আশ্বিনে মহামারি
অন্ন নিদ্রা হারা,
কার্তিকে ক্লান্ত আখি
শুকনো কিনারা ।
অঘ্রানে ভেঙ্গেছে নেশা
হারিয়ে দু’কুল,
পৌষের শিশিরে ভেজা
শুকনো সে ফুল,
মাঘের কনকনে হাওয়ায়
তবু , ভাঙ্গে যদি ভুল ।

মিটে না হৃদয়ের তৃষা,
ফাগুন কত দুরে !
শ্রান্ত অধীর ঘুমে
ডানে নড়ে, বামে ঘুরে,
অদুরে কুকিল ডাকে-
সেই বাসন্তি সুরে ।
কে কড়া নাড়ে ?
স্বপ্নের দুয়ারে !
একি ক্ষুধার্ত মনের মায়া,
উঁকি দেয় ভোরে ?
অযথাই কেন দুজন,
এক স্বপ্ন মাইল দুরে !?

-০-

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ