“এক জন তুমি”

রোবায়দা নাসরীন ৩১ মে ২০১৯, শুক্রবার, ১২:০৬:৪৭অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য

তোমার তরে আমার কোনো অপেক্ষা নেই

আছে সীমাহীন প্রতিক্ষা!!

কোনো দিন পথের শেষ হবে না , জেনেও

তোমার খোঁজে আমার পথ চলা

তুমি তো আমার প্রেমিক নও

প্রয়োজন বা অভ্যাস নও

বন্ধুত্ব হওয়ার মতো অন্তরঙ্গ আমরা নই

শত্রু বা দুশমন নই।

অথচ

সুখে , কষ্টে যাবতীয় অনুভবে

তুমি থাকো আপন হয়ে !!

আমি তোমাতে হারিয়ে যাই...

নিজেকে আমি কত যে বোঝাই....

কত যে চুড়মার করি অনুভবের হীরক খন্ড!!!

সব শেষে, তোমাতেই নিমজ্জিত!

তোমার তরে নেই কোনো

অভিমান

অনুযোগ

প্রতিক্ষা

অপেক্ষা

অধিকারের কোনো লেশ নেই তোমায় ছুয়ে...

কি এক অদৃশ্য বলয় জুড়ে রাখে আমায়!!

কি এক নিষিদ্ধ মোহে বেঁধেছ আমায়!!

আমি ডুবে যাই

আমার কন্ঠ রুধে যায়

আত্মঅহংকার ভেঙ্গে বিবর্ন হয়ে যাই।

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ