এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলবোনা।

সত্যি তাই, আমরা কিভাবে ভুলি স্বাধীনতা যুদ্ধের  শহীদদের কথা, তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা আমাদের, আমরা সবাই কিছু না কিছু হারিয়েছি '৭১ এর যুদ্ধে, সেইসব হারিয়ে পাওয়া আমাদের স্বাধীনতা।

পাকহানাদারদের নৃশংসতা পুরা বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছিলো, বন্ধুপ্রতিম ভারত আমাদেরকে সহযোগিতা করেছিলো হানাদারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, আমরা শুধু রুখে দাঁড়ায়নি, নাকে খত দেয়ায়ে ঝেটিয়ে বিদায় করেছিলাম তাদেরকে।

এমন এক দিন ১৬ ডিসেম্বর আবার ফিরে আসছে এই চলতি মাসেই, স্বাধীনতার ৪৮ বৎসর, এই মাসটিই আমাদের বিজয়ের মাস, শ্রদ্ধাভরে শহীদদের স্মরণ করার মাস।

আসুন না আমরা সবাই নতুন করে উদযাপন ১০করি এইবারের বিজয় দিবসকে, এইবারের বিজয় দিবসকে অনন্য উচ্চতায় নিয়ে যায় আমাদের লিখণীর মাধ্যমে।

আগামী ১০ই ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বরের মধ্যে সোনেলা ব্লগে লিখুন আপনার অনুভূতি, যদি থাকে যুদ্ধের স্মৃতি, স্বাধীনতা দিবসকে নিয়ে স্মৃতি, সাথে লিখুন বিজয় দিবসের জন্য কবিতা, গল্প, প্রবন্ধ।

যে যেমন খুশি লিখুন কিন্তু থিম হবে " সোনেলায় বিজয়ের মাস "।

সবাই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনাদের লেখা পড়ার জন্য, সাথে থাকবে বিনম্র শ্রদ্ধাঞ্জলি সকল শহীদের প্রতি।

শেষ করছি মহাদেব সাহার কবিতা দিয়েঃ

" কতদিন কোথাও ফোটে না ফুল, দেখি শুধু
অস্ত্রের উল্লাস
দেখি মার্চপাস্ট, লেফট রাইট, কুচকাওয়াজ ;
স্বর্ণচাঁপার বদলে দেখি মাথা উঁচু করে আছে হেলমেট
ফুলের কুঁড়ির কোনো চিহ্ন নেই, গাছের আড়ালে থেকে
উঁকি দেয় চকচকে নল,
যেখানে ফুটত ঠিক জুঁই, বেলি, রঙিন গোলাপ
এখন সেখানে দেখি শোভা পাচ্ছে বারুদ ও বুলেট ;
প্রকৃতই ফুলের দুর্ভিক্ষে আজ বিরান এদেশ
কোথাও সামান্য কোনো সবুজ অঞ্চল নেই, খাদ্য নেই,
শুধু কংক্রিট, পাথর আর ভয়াল আগুন
এখানে কারফিউ-ঘেরা রাতে নিষিদ্ধ পূর্ণিমা
আজ গানের বদলে মহুর্মুহু মেশিনগানের শব্দ-
সারাক্ষণ বিউগল, সাইরেন আর বিকট হুইসিল
বুঝি কোথাও ফুলের কোনো অস্তিত্বই নেই।
ফুলের শরীর ভেদ করে জিরাফের মতো আজ
অস্ত্রই বাগিয়েছে গ্রীবা
পাতার প্রতীক তাই ভুলে গেছি দেখে দেখে অস্ত্রের মডেল!
খেলনার দোকান গুলিতে একটিও গিটার, পুতুল কিংবা
ফুল পাখি নেই
শিশুদের জন্য শো-কেসে সাজানো শুধু অস্ত্রের সঞ্চার
বাইরে বাতাস শ্বাসরুদ্ধকর, রাজপথে সারি সারি বুট,
সব কিছু চেয়ে আছে অস্ত্রেরই বিশাল ডালপালা ;
কোথাও ফোটে না ফূল, কোথাও শুনি না আর
হৃদয়ের ভাষা,
কেবল তাকিয়ে দেখি মার্চপাস্ট, কুচকাওয়াজ, লেফট রাইট
এই রক্তাক্ত মাটিতে আর ফুল কই, শুধু অস্ত্রের উল্লাস। "

তাহলে শুরু হলো বিজয় মাস উদযাপন।

0 Shares

৬৮টি মন্তব্য

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ