এক কল্পপ্রেম ঢাকার সাথে!

শাহানা আফরিন স্বর্ণা ১৮ জানুয়ারি ২০১৫, রবিবার, ০৭:৪৪:৫৯অপরাহ্ন বিবিধ ৫৯ মন্তব্য

নিজের গোড়া আর রক্তের সম্পর্ক কে সান্তনা দিয়ে অনেক দূরে থাকি আমরা।
হ্যা ঠিক কারণ টা খুব পুরনো বাবার সরকারি চাকরি। বলা যায় অজোপাড়া এক গ্রাম! তারই কৃত্রিম এক শহুরে পরিবেশে আমি বেড়ে উঠছি।
যদিও ঢাকা বিভাগ তবুও ঢাকা থেকে সে অনেক পথ। ভুলেও কখনো যাওয়া হয় না।

ঢাকার নাম শুনলেই আমার উত্তেজনার শেষ নেই। যেন চোখে ঠোটে সারা শরীরের প্রত্যেকটি কোষে আনন্দের বন্যা বয়ে যায়।
এ কি অদ্ভুত প্রেম ছিল আমার।

আমি যেখানে বড় হয়েছি সে জায়গার তুলনা হয়না। আপনারা যে পরিবেশের স্বপ্ন দেখেন ঠিক তেমন ই।

কিন্তু এত অবারিত সবুজ আমায় যে আর টানেনা। আপনাকে টানতেই পারে আপনি বিশাল কবি। আমায় টানে রাজপথের ঝিম ধরা
আলো।

এত নীরবতায় আমার শ্রবণ শক্তি হারিয়ে যাচ্ছে। ঢাকা যে কক্ষনো নীরব থাকেনা!!

পাখির শব্দে আপনার ঘুম ভাঙবে আপনি কল্পনা করতেই পারেন। আমি চাই গাড়ির হর্ণ আমায় জাগিয়ে রাখুক!
জ্যাম আমায় আটকে রাখুক ঘন্টার পর ঘন্টা।আমি বিরক্ত হয়ে যাই না কেন।
হোক না এমন।
দিন রাত জেগে থাকা এই শহরের বুকে আর কবে নিজেকে আবিষ্কার করব।
পুরনো প্রেম কে যেন ফিরে পাবার এক অপেক্ষা।
বড়ই অবাস্তব প্রেম !!!
মনিপুরিপাড়াতে শুরু হয়েছিল এ প্রেমযাত্রা।
তারপর . . .

0 Shares

৫৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ