এক্সপাইরি অফ লাভ

অরণ্য ৪ আগস্ট ২০১৫, মঙ্গলবার, ১২:০২:৫৮অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৪৯ মন্তব্য

ওহে ভবেশ!
তুমি এখনও বসে?
তোমার অরুনিমা তোমায় ভুলেছে সেই কবে!

তুমি এখনও বসে কি ভাব একাকী?
কি আঁক এখনও দিগন্তের ওপারে?
ও পারে কিছু নেই।
এইতো ডুবে গেল সূর্য
দেখলে তুমি নিজেই
অথচ এখনও তুমি বসে!
ওঠো ভবেশ, ওঠো।
তোমারও যে ঘর আছে!
অরুনিমা তোমার পর হয়েছে।
গোধুলি - সেও তো রাত নিয়ে এলো যে!
এবার তো তুমি ওঠো।
ওঠো ভবেশ, ওঠো।

দেখোনি কি তু্মি দিনের শেষ?
এইতো পাতা - ঝরছে এখনও
তোমারই সামনে, পাশে!
অথচ তুমি এখনও বসে!
তুমি দেখছো সাগর, দিঘি।
কেনা জলটাও দেখো একবার!
কেটে রাখা ইলিশে গন্ধ থাকেনা
তুমিই দেখেছো ফ্রিজে।
রুটিতে ফাঙ্গাস তুমি নিজেও দেখেছো।
লোহায় মরিচা – সেও তো তুমিই বলো!
অথচ তুমি এখনও বসে!
ওঠো ভবেশ, ওঠো।

সবকিছুরই এক্সপাইরি থাকে
আমরা মাপি সময়ে।
সময়ও একদিন থেমে যাবে কোথাও
ভালোবাসা তখন দূর-বহুদূর!

অচল পয়সা কেবলই ধাতু এখন
ফেরাউন – সে কেবলই লাশ।
অরুনিমা তোমার ঠিক কাছাকাছি তেমনি
কেবল সময়ে তার বসবাস।

ওঠো ভবেশ, ওঠো।
জীবন তোমার পড়ে আছে ঢের
তার মতো করে ছোটো।

ওঠো ভবেশ, ওঠো।

_________________________________________
উৎসর্গঃ লেখাটি উৎসর্গ করছি সোনেলা পরিবারকে যেখানে এসে আমি ডিসেকশন করার চেষ্টা করছি ভালোবাসার নানা ডাইমেনশন। স্পেশাল মেনশনিং আমাদের সহব্লগার নীলাঞ্জনা নীলা আপুকে, যাঁর লেখা আমাকে একটু একটু করে পাঠক বানিয়ে তুলছে।

0 Shares

৪৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ