একা নির্ঘুম রাত

ওয়ালিনা চৌধুরী অভি ৩ এপ্রিল ২০১৪, বৃহস্পতিবার, ০৯:৫৩:৪৯অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ১৩ মন্তব্য


কিছু পুরোনো অভ্যাস এখনো টানে ...
গভীর রাতে যেমন সবচেয়ে আপন লাগে
আমার পনের বছরের পুরোনো চায়ের কাপ,
কিনারে কিনারে তার এখনো কত চাপা হাসি,
স্বপ্ন, টানাপোড়েন ।
কত নিরব দীর্ঘশ্বাসের কাহিনী বুকে চেপে
দিব্যি উষ্ণতা ধরে রাখে ঠোঁটে !

স্বপ্নের অলিগলি খুব ঘিঞ্জি লাগে আজকাল,
পাশকাটিয়ে চলে যাই ।
নিঃশব্দে ...
শুধু জেগে থাকে একা নির্ঘুম রাত ।

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ