একটি শব্দই লুকিয়ে রাখে

নাজমুল হুদা ৯ মে ২০২০, শনিবার, ১০:৫১:১৫পূর্বাহ্ন কবিতা ১১ মন্তব্য
ছুড়ে ফেলেছি, হয়ত আর না;
উদ্বাস্তু ভিখারির মতো বহুবার
আমি বহুবার সয়ে গেছি অবহেলার দাগ।
বলো নাই; আমি বলেছি-
ক্ষোভের আগুন চাপা রেখে জল ছিটিয়েছি
আতংকিত জলন্ত চিৎকার থামিয়ে দিয়েছি
আমি বহুবার- ভালো রাখার শব্দেই খুঁজেছি
তুমি বলো নাই; আমি বলেছি-
একটি চোখে নোনা গন্ধে আমারও বুক ফাঁটে।
আমিই বলেছি; কেউ বুঝে নিয়েছে-
নারীর ষষ্ঠ ইন্দ্রিয় অনিশ্চিত ঝুঁকি নেয় না
প্রথম সম্বলহীন প্রেম তাঁর কখনও সয় না
স্বর্গলোভে শিকার তুমি-
দ্বিতীয়ত ভালোবাসার জন্যই ছটফট করবে?
বলো নাই; আমি বলেছি-
বঞ্চিত ব্যথারা কারো অপেক্ষায় থামে না
বঞ্চিত পোড়া দাগে স্মৃতি যাবে অন্য ঘরে
অভিশাপ থাকে না, অভিযোগ থাকে না ।
বলো নাই ; আমি ফিরে এসেছি-
উফ্... এমন একটি শব্দই লুকিয়ে রাখে
আমার মতো শত বঞ্চনার পোড়ানো দাগ
আমার মতো শত বঞ্চনার নিরব প্রতিবাদ।
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ