একটি নতুন গোলাপ ফুল

আবু জাকারিয়া ২৩ ফেব্রুয়ারি ২০১৫, সোমবার, ১০:২৫:৫৩পূর্বাহ্ন কবিতা, সাহিত্য ৯ মন্তব্য

গোলাপ যখন ফোটে,
কত সুন্দর মনে হয়
কত সুন্দর তার গন্ধ,
কত সুন্দর তার পাপড়িসকল, কত সৃংখল ।
তার সেই সৌন্দর্য একদিন থাকেনা,
থাকেনা তার সুন্দর গন্ধ
পাপড়িগুলো ঝড়ে যায়
আর মাটিতে লুটিয়ে পড়ে
তখন সে হয়ে যায় ময়লা আবর্জনার মত।

আর আমিতো এক সামান্য মানুষ মাত্র
আমার গোলাপের মত না আছে সৌন্দর্য,
না আছে সুন্দর গন্ধ
গোলাপের পাপড়ির মত আমি নই সৃংখল।

আমিতো অনেক আগেই ঝরে গেছি,
হয়ে গেছি ময়লা আবর্জনার মত।
যখন তুমি চলে গেলে,
সেই দিন ছিল আমার মনের গোলাপের শেষ অধ্যায়।
এ গোলাপ আর ফুটবে না,
যদি তুমি ফিরে না আসো।

তুমি শুনে রাখ,
আমি একটি নতুন গোলাপ ফোটাতে চাই
অপেক্ষায় রইলাম, তুমি আসবে আমার মনের বাগানে
ফোটাতে একটি নতুন গোলাপ ফুল।।

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ