অন্ধকার এক সমুদ্রে আমার প্রথম সাঁতার কাটা
হাত পা কুন্ডলী পাকিয়ে আমাকে ছোট্ট এই সমুদ্রে
আটকে রাখার দায়ভার তোমার
প্রতিবাদের প্রথম টার্গেট তাই তুমি "মা"
তোমাকে জানান দেই আমার ছোট্ট নরম পায়ে
শুধুই অপেক্ষা এক নতুন পৃথিবীর
৯ মাস ৭ দিন অনেক দীর্ঘ মনে হয়

  আমার প্রথম চোখ মেলে চাওয়া
আমার কান্না তোমাদের হাসি
পৃথিবীর প্রথম দিনেই জেনে গেলাম তোমাদের নিষ্ঠুরতা
অবাক হয়ে শুধু তাকিয়ে থাকা
আলোর তীব্রতায় অসহ্য আমি কিছুটা প্রশ্নবিদ্ধ
কোনটা ভালো ছিলো অন্ধকার নাকি আলো

আমার একটু একটু হেটে বেড়ানো
নতুন রঙের ঘাগরা পরে নেচে নেচে বেড়ানো
সবকিছু ভালো লাগার বিস্ময়ে  বিস্মিত
তোমার দায়িত্ব ভার কমিয়ে দিচ্ছো মা
আমাকে একলা চলতে দেয়ার এটা তোমার প্রস্তুতি

আজ আমি পূর্ণ নারী
একলা চলায় পুরোপুরি অভ্যস্ত
তাই কি? তবুও কিসের যেনো অপেক্ষা
একজোড়া হাত...একলা চলতে শিখিনি মা
তোমার হাত শুধু বদল হয়েছে

অনেক রং এর মাঝে প্রতিযোগিতায় ক্লান্ত
আজ আবার তোমার অন্ধকার অই সমুদ্রে ফিরে যেতে চাই
আরেকবার "মা"

বিঃদ্রঃ বটল ব্রাশ ফুলের এই কলি থেকে ফুলের ছবি গুলো দেবার ইচ্ছেয় লেখাটা... কিন্তু কেনো জানিনা হুট করে "মা" এর কথা মনে এলো...মনের উপরে আর ছড়ি না ঘুড়াই...

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ