উত্তরপুরুষ

হালিম নজরুল ৩ মার্চ ২০২০, মঙ্গলবার, ১০:৪১:০০অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য

একদল গরু দৌড়াচ্ছে একটি গোয়ালের দিকে।
অনেকগুলো গাধা অপেক্ষমান সেখানে,
সাথে কিছু অনুগত আতংকিত হরিণ।
গরুগুলো দেখতে খুব নিরীহ,হৃষ্টপুষ্ট।
পেছনে ক্ষুধার্ত শৃগালের পাল---
হাসফাস ছুটছে তৃপ্তির আস্বাদে।
কি আশ্চর্য!ওরাও শিকারীর সম্মুখে অপেক্ষমান!
পেছনে দৃশ্যমান আরও কিছু শিকারী ও শিকার,
কিছু মাংশাসী বাঘ,হায়েনা,শকুন,...................।
একটা বেয়াদব বানর চিৎকার করে বলে উঠলো---
আমিই এই লীলাদৃশ্যের প্রকৃত দর্শক,
আমিই হলপ করে বলতে পারি---
ওই কক্ষটাই দেবালয় ছিল একদিন।
ঈশ্বর ওখানেই থাকতেন,জাগতেন-ঘুমোতেন।
আর যেগুলো একে অপরকে খাদ্য বানিয়ে---
ছুটে যাচ্ছে ওই গৃহটির দিকে---
আমি নিশ্চিত-ওগুলো সব মানুষ ছিল একদিন।
বিশ্বাস করুন,ডারউইন সাক্ষী--
ওগুলো আমাদের পরবর্তী কোন এক প্রজন্ম;
ওগুলো ঈশ্বরসৃষ্ট মানুষই ছিল একদিন।

***------------------------------------------***

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ