ঈদ এসেছে আমার গাঁয়ে
আজ অন্য রকম ঈদ
বন্ধ ঘরের দরজা খুলে
করোনা কালের ঈদ।

ঈদের নামাজ পড়তে বসে
দূরত্ব বজায় রেখে
পাশের জন ও দাঁড়িয়ে যায়
জায়গা খালি রেখে।

বন্ধু বান্ধব দেখা হলে
মুচকি করে হাসে
কোলাকুলি করতে গেলে
সালাম টুকে বসে।

ঈদের নামাজ পড়তে হবে
মসজিদের ই বাটে
খোদার কাছে দুহাত তুলে
বিপদ যেন কাটে।

ঈদ আনন্দ কাটে এবার
পরিজনদের নিয়ে
মানুষ বাঁচার স্বপ্ন দেখে
ত্যাগের মহিমা দিয়ে।

ও পাড়া সেজেছে মসজিদ আর
নতুন কবর খানা
এ পাড়ায় করে মন্দিরে প্রার্থনা
এঁকে যায় আলপনা।

খোদার কাছে দুহাত তোলে
করে যায় মোনাজাত
ঘাতক ব্যাধি করোনা তুমি
ধ্বংস হোক নিপাত যাক।

ঈদ এসেছে আমার গাঁয়ে
আজ অন্য রকম ঈদ
ঈদ মুবারক ! ঈদ মুবারক !
ঈদ মুবারক ঈদ !

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ