ঈদ ও করোনা

কামরুল ইসলাম ২৫ মে ২০২০, সোমবার, ০২:৪৮:২৮অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য

কোথায় গেল পত্র লিখে শুভেচ্ছা জানানো ঈদ ~

ঈদ কার্ডে আলপনা আঁকা ভালবাসা নানাবিদ  ~

মাধুরী মিশানো মূঠোফোনে বাংলিশ বারতা ~

আকাশ ছোঁয়া অনুভুতি যেন, ফিরবে না আর তা ~

দলে দলে সারি বেঁধে ঈদগাহে নামাজ ~

স্মৃতির পাতায় করোনা গেঁথে দিলো সবই আজ ~

বিনা তারে খবর নিছি, আছে কেমন প্রিয়জন ~

কি হারিয়েছি, কি পেয়েছি হিসাব করি কজন ~

বুকে বুক,  কাঁধে কাঁধ মিলিয়ে সৌহার্দের এই ঋন ~

কত যে অপরিহার্য,  করোনা বুঝবে না কোন দিন ~

ঈদ আসে,  ঈদ যায়,  খুশির জোয়ার প্রাণে ~

ভ্রাত্বিত্বের জাগরণ হোক,  মানবতার গানে ।।

~~~~~~~~~~~~~~~~~

রচনা কাল ঃ ২৫/০৫/২০২০

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ