ইচ্ছে করে বিশাল আর সুনীল আকাশে পাখির মতো উড়তে। আর উড়তে।

ইচ্ছে করে আকাশের বিশালতার স্পর্শ গায়ে মেখে উদার আর বিশাল হৃদয়ের অধিকারী হতে।

ইচ্ছে করে আকাশের বিশালতার মতো মানুষের সংকীর্ণ মানসিকতাকে দূর আর নির্মূল করে দিতে।

ইচ্ছে করে সুনীল আকাশের মুগ্ধতার ছোয়ায় মানুষের মনকে পূতপবিত্র করে দিতে।

ইচ্ছে করে আকাশের বিশালতার মতো মানুষের ক্ষুদ্র বিষয় নিয়ে ঝগড়া বিবাদ বিস্মবাদ দূর করে দিতে।

ইচ্ছে করে বিশাল আকাশের কাছে ক্ষুদ্র মানুষের মনের মিথ্যে দম্ভ অহংকারকে দূরীভূত করে দিতে।

ইচ্ছে করে আকাশের বিশালতার মতো শুধু নিজেকে নিয়েই নয় মানবজাতির জন্য অবদান রাখতে উদবুদ্ধ করতে।

ইচ্ছে করে আকাশের বিশালতার মতো মানুষকে মানবজাতির কল্যাণে মংগলে হৃদয়কে বৃহৎ আর মহত করে দিতে।

ইচ্ছে করে বিশাল আকাশের মতো কতিপয় মানুষের নোংরা অশ্লীল মানসিকতার পরিবর্তন ঘটাতে।

ইচ্ছে করে আকাশের মতো বিশালতায় অপ-সংস্কৃতির বিলোপ ঘটিয়ে মানুষকে ধর্ষক খুনীর পরিবর্তে পবিত্র মানুষ করে তুলতে।

ইচ্ছে করে আকাশের বিশালতার মতো মজুদদারী মুনাফাখোরী বন্ধ করে মানুষকে বাচাতে এগিয়ে আসার মমত্ববোধ জাগ্রত করতে।

ইচ্ছে করে আকাশের বিশালতার মতো মানুষের আর্তমানবতার সেবায় উজ্জীবিত করতে।

ইচ্ছে করে আকাশের বিশালতার মতো ভেজাল ঔষধ বাণিজ্য বন্ধ করে আর্ত-মানবতার দিকে মানুষকে টানতে।।

ইচ্ছে করে আকাশের বিশালতার মতো মানুষ নামীয় দানবদের  মানবিক এবং নৈতিকমূল্যবোধের মানুষে পরিবর্তন ঘটাতে ।

ইচ্ছে আর প্রবল প্রত্যাশা মানুষ আকাশের বিশালতা মনে প্রাণে ধারণ করবে।

হৃদয় দিয়ে আকাশের বিশালতা অনুভব করে প্রকৃত মানবিক সহৃদয় মানুষে পরিণত হবে।

 

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ