তিনজন বসে আছি ত্রিলোকে
আমি, তুমি ও- ঈশ্বর।
এক তৃষ্ণার্থ প্রেমচাতক
এক নিরবঘাতক
বরাবরই আরজন অচেতনে-
অহেতুক!
আমরাই মুখরিত জীবনের
উপাধেয় উপাদান,
অথচ বেড়ে চলে জীবনের নিরবতা
কোলাহল কেড়ে নেয় প্রাণ।

তোমার প্রেমে অকালে ত্রিকালদর্শী
ঈশ্বর, বিশ্বাসে অবিশ্বাসী,
অথচ কথা ছিল মুছে যাবে মৃত্যুর দাগ
অথচ কথা ছিল বইবে না রক্তের বান!

বিশ্বাসী নই বিশ্বাসেও
দিনগুলো কিঞ্চিত বদল হোক
রোদ-বাদলে, মেঘ- মাদলে
আসুক নিরাপদ মৃত্যুযোগ।

নিঃশ্বাসে নিঃশ্বাসে
ফুসফুস ছোট হয়ে আসে-
আকাশ খুঁজে পাইনা, দীর্ঘশ্বাসের-
পসরা সাজাবার- স্বস্তির অস্থিকলায়!

তবে কি আমি, আমি-
আমি তুমি ওঈশ্বর খুন হয়ে গেছি?
লোকালয়ের আলোয় গুম হয়ে আছি?
অবসানে দুঃসহ শশ্মানেও
শান্তির সহনীয়
ছায়া নেমে আসে শোক সংবাদ নিয়ে।

আমি তুুমি ও ঈশ্বর সমাচার
- নিবিড় রৌদ্র
তারিখ- ২৮।০৫।১৫ ইং

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ