আমি ও আমার অনুভব

ছাইরাছ হেলাল ১৯ আগস্ট ২০১৬, শুক্রবার, ০৭:০৪:৪৪অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৬ মন্তব্য

অনুভবের উতরাই ছাড়িয়ে একই অতল সমতলে দাঁড়ানো! অসম্ভব এক সম্ভব!
তবুও দাঁড়াই ইতিউতি করি অন্ধের ঘোলা চোখে।

অন্ধ, দ্বার খোলো যেতে দাও মহা-সমুদ্দুরে,
গনগনে জ্বলন্ত সূর্যের নীচে হৈচৈ হীন তপ্ত সৈকতে
ডরাই ভীষণ আগুনে দগ্ধতায়, বন-মোষ তাড়ানো নেই এখানে;
এতো এতো পানীয় জল, তবুও শূন্যতায় পানপাত্র,
মানি নি মানি না মৌনী প্রলোভন নিরুদ্ধ স্বকালের স্বরূপে।

ভাবতে পারিনা সন্তের অনুভব নিয়ে,
দূরগামী অনুষ্টুপ সমুদ্র-জাহাজের মাস্তুলে বাসা বাঁধা পাখি দেখার অপেক্ষা!
এই ভাবনার অনুভব নিয়ে ভাবি না, চুমকি মালার বন্দিত্বের অনুভব নিয়ে ভাবি না,
প্রমোদ কামরায় প্রমোদের হিসাব নেই অনুভবের আয়নায়,
শূন্য কালো অন্যদন্ত পাতালের অনুভব নিয়ে পুণ্যের পূর্ণতার পুনরুত্থান চাই না,
অদম্য উদ্যমের অনিঃশেষ সঞ্চয়ের অনুভবে
বিহঙ্গের ডানার অনুভবে ভর করে ওই অসীম দিগন্তের একই সমতলে
নিশ্চিন্তে্র নির্ভরতায় ভাসি; নয় খাড়া পাহাড়ের ঢালে,

প্রহেলিকাকে

0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ