আমার ভাবনায় হাসন রাজা

মাহামুদ ২৬ জানুয়ারি ২০১৫, সোমবার, ১২:২৬:১৬পূর্বাহ্ন বিবিধ ২৯ মন্তব্য

হাসন রাজা বাংলা গানের এক দিকপাল হাসন রাজা ছিলেন হাওরের অধিবাসী জীবনকে যিনি শতভাগ নিংড়ে নিয়েছিলেন।ছিলেন জমিদার প্রথম জীবনে তামসিক ভোগবিলাসে এতো ব্যাস্ত ছিলেন প্রজাবিমুখ হিসেবে তার দুর্নাম ছিলো যদিও পরে তিনি নিজেকে প্রজাবৎসল হিসেবে প্রমাণ করেছেন। মাঝরাতে তার বসরা হাওরের মধ্যে যেতো যেখানে তিনি আর তার সংগিনীরা থাকতো আর চলতো তার রচিত গান আর তুমুল নৃত্য। মূলত তার গান বেসিরভাগ এরকমভাবেইই রচিত হয়েছে। কিন্তু পরিনত বয়সে এসে উনি বদলে যান। জীবনবোধ দর্শন সম্পর্কে হয়ে ওঠেন সচেতন।রচনা করেন দর্শন কে ভিত্তি করে গান। হাসন রাজা অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে বলেন বলেন"আখি মুঞ্জিয়া দেখোরে রুপ"
বাস্তবিক ঘরবাড়ি সম্পর্কে তিনি ছিলেন নিরুৎসুক তার ভাবনায় "ঘরবাড়ি ভালা না আমার কি ঘর বানাবো আমি শূন্যেরো মাঝার " তিনি ভাবতেন এই পৃথিবীর অপার সৌন্দর্যরূপ থেকে তিনি অজানায় চলে যাবেন সেখানে তিনি আদৌ ভালো থাকতে পারবেন না, এই সুন্দর পৃথিবীর মায়া তাকে সেখানেও কাদাবে অথবা মৃত্যুপরর্বতি জীবনের অবস্থা।
তাই তিনি লিখলেন "মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দি হয়ারে কান্দে হাসন রাজার মন কান্দেরে"
এই মহান গীতিকার এর প্রতি রইলো শ্রদ্ধা।

0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ