আমার বিখ্যাত ছাতা।

সঞ্জয় কুমার ২১ জুন ২০২১, সোমবার, ০২:২৩:৩৩অপরাহ্ন ছোটগল্প ১৩ মন্তব্য

এই বর্ষাকালে ছাতা, নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ জিনিস।
তবে ছাতা নিয়ে সবচেয়ে বেশী বিভ্রান্তিতে পড়ার অভিজ্ঞতা মোটামুটি সবার আছে৷
দেখা যাবে যে দিন ছাতা নিতে ভুলে গেছেন ঐ দিনই প্রবল বৃষ্টি হবে৷
আবার সারাদিন ছাতা বগলদাবা করে নিয়ে ঘুরলেও ঐ দিন বৃষ্টি হবেনা৷

আবার অফিসে এমনও হয়, আপনার ছাতা কাজের সময় আরেকজন নিয়ে চলে গেছে।

আমি ছাতা বেশীদিন কাছে রাখতে পারিনা৷ ভুলে কোথাও ফেলে চলে আসি, নয়তো অন্যকেউ নিয়ে চলে যায়৷ অথবা সেটা কিভাবে কোথায় হারিয়ে যায় আমি সঠিকভাবে বলতে পারিনা৷

সেদিন রাস্তায় দুজন লোক ঝগড়া করে বলছে,
আপনার জিনিসে কি নাম লেখা আছে?

বুদ্ধিটা ভালো লাগলো, ছাতায় নাম মোবাইল নাম্বার লিখে রাখলে কেমন হয়!
বাসায় গিয়ে বুদ্ধিটা এপ্লাই করলাম৷
২ দিন পরই হাতেনাতে ফলাফল!

ঘটনা ১
বাজারে গিয়েছিলাম বৃষ্টির সময়, বাজার থেকে ফেরার আগে বৃষ্টি থেমে গেছে। আমিও ছাতার কথা ভুলে গেছি। ফলাফল ছাতা দোকানে থেকে গেছে আমি বাসায় চলে আসছি৷

দোকানী ফোন দিয়েছে ভাই আপনার ছাতা নিয়ে যাইয়েন।

নিজের বুদ্ধিতে নিজেই অবাক হলাম, আহা কত বুদ্ধিমান আমি!
অযথাই এতোদিন নিজেকে গোবেচারা মনে করতাম৷

ঘটনা ২
অফিস থেকে রিক্সায় আসার সময়, ছাতা রিক্সায় ফেলে আসছি।
রিকসাওয়ালা ফোন দিয়ে বলছে ভাই আপনের ছাতা নিয়ে যান৷
আজ যদি আমি কোন কোন কোম্পানির মালিক হতাম নির্ঘাত এনাকে সততার জন্য চাকরি দিয়ে দিতাম৷ সৎ লোক নাকি এখন দেশে নেই!!!

ঘটনা ৩
বাসায় রাতে চোর আসছিলো, থাইয়ের জানালা বাইরে থেকে বের করে হাত দিয়ে ঘরের মালামাল নেয়ার চেষ্টা করছিলো। হঠাৎ শব্দে ঘুম ভেঙে দেখি চোরের কালো হাত, বাসায় কেউ নেই তবুও প্রাক্তন রুমমেট এর নাম নিয়ে বললাম, বটি নিয়ে রেডি থাকো হাত আরেকটু ভিতরে আসলেই কোপ দিবা।
এটা শুনে চোর বাবাজি হাতের কাছে জানালার গ্রীলে আমার নাম অঙ্কিত বিখ্যাত ছাতাটা নিয়ে দৌড়ে পালালো।
পরদিন বাসার পাশের স-মিল থেকে ফোন করছে ভাই আপনার ছাতা সকালে দোকানের সামনে পাওয়া গেছে নিয়ে যাইয়েন৷

এভাবে বারবার শত্রুর মুখে ছাই দিয়ে আমার এই ছাতাটা বৃদ্ধ হয়েছে, তবুও আমাকে ছেড়ে হারিয়ে যায় নি৷

বর্ষায় ভরসা রাখুন ছাতায়।

ছবি সোর্স
গুগল মামা 😃

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ