এরা বেঁচে থাকুক, থাকুক বহাল তবিয়তে, থাকুক এরাই বেঁচে
হে মহান রাব্বুল আলামীন
তারচে আমাদের তুলে নাও, তুলে নাও অদৃশ্য হাতে তোমার !

কেনো না কসাই কাদের কিংবা সাঈদীর বিচার চেয়ে ভুল করেছি আমরা
ভুল করেছি রক্তে লেখা ইতিহাসের পাতা খুলে
বড়ো ভুল করেছি প্রজন্মের মঞ্চে দাঁড়িয়ে !
কেনো না বোঝা উচিত ছিলো আমাদের
ভুল করেছেন সে ভিক্ষুক
জমানো ৩৪৫ টাকায় চিড়ে-গুড় কিনে যিনি
শাহবাগে এসেছেন সন্তানতুল্য আন্দোলনকারীদের খাওয়াবেন বলে
ভুল করেছেন শোলাকিয়ার ইমাম সাহেব, করেছেন বিষম...
বড় ভুল প্রজন্মের মঞ্চ এই, ভুল বায়ান্ন, ঊনসত্তর কিংবা ভুল একাত্তর !

কেনো না বোঝা উচিৎ ছিলো আমাদের একাত্তরের পাতা মেললে জামায়াতি
ইসলাম যায়, বোঝা উচিৎ ছিলো সাঈদী আজম
কিংবা নিজামী-মুজাহিদের বিচার চাইলে জামায়াতি ইসলাম যাবে
বোঝা উচিৎ ছিলো তিনি কিংবা তাঁরা বেহেশতের (স্বঘোষিত) এজেন্ট !

সুতরাং, সব কিছুই তাঁরা করতে পারেন, বলতে পারেন, যেমনটা
একাত্তরে করেছিলেন ! চোখ বন্ধ রাখা ছাড়া
আমরা করবো না কিছুই, পারিনা কখনোই ; কেনো না
প্রতিরোধ কিংবা প্রতিবাদ শোভনীয় নয় ভুলেভালেও, নয় শোভনীয় !

কেনো না বোঝা উচিৎ আমাদের, ইসলামের ঝাণ্ডা তুলে ধরতে, মেলে
ধরতে অমন লাখ দুই ঝলমলে সিল্কি শরীর
ছিঁড়ে-খুঁড়ে লুটে নেয়া নিতান্তুই মামুলি কিছু ছিলো
বোঝা উচিৎ আমাদের, পিতার সামনে মেয়েকে ছিঁড়ে খুঁড়ে
পৈশাচিক উল্লাসে মেতে উঠলেও জামায়াতি ইসলাম যায়না
কিন্তু তাঁর বিচার চাইলে আজ ইসলাম যায়, ইসলামের দোহাই চলে !

অতএব সম্পূর্ণ সজ্ঞানে অবনত মস্তকে আমরা ভুল স্বীকার করছি,
হে মহান রাব্বুল আলামীন
ভুল স্বীকার করছি আমি ও আমরা...
কেনো না আমাদের মেনে নেয়া উচিৎ ইসলাম কায়েমের জন্যই
সত্যি-মিথ্যার মিশেলে মানুষ বিভ্রান্ত করাটাও জরুরি কখনো সখনো !

এবং সবিনয়ে অবনতে মস্তকে ভুল স্বীকার করে জানাচ্ছি, একাত্তরের পাতা মেলে
ভুল করেছে সমগ্র বাংলা, ভুল করেছে তাঁর পনেরো কোটি সন্তান
কেনো না, বেহেশতের (স্বঘোষিত) এজেন্টদের বিপক্ষে দাঁড়াতে পারেনা কেউ !
পারেনা ভুলেও, তাহলে জামায়াতি ইসলাম যায়
একাত্তরের পাতা মেলতে পারেনা কেউ, পারেনা ভুলেও
তাহলে জামায়াতি ইসলাম যায়, ইসলামের দোহাই চলে
সমগ্র বাংলায় একমাত্র তাঁরাইতো ধোঁয়া তুলসি পাতা, ইসলামের প্রকৃত ঝাণ্ডাবাহক !

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ